চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালের মুখপাত্র ইয়াং ই ৩০ জানুয়ারী পেইচিংয়ে বলেন, দু'তীরের সম্পর্কের উন্নয়ন একটি সন্ধিক্ষণে প্রবেশ করেছে। কঠোরভাবে তাইওয়ানপন্থীদেরকে দমন করা এবং তাইওয়ান প্রণালীর শান্তি সুরক্ষা করা হচ্ছে দু'তীরের স্বদেশবাসীদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরী কর্তব্য।
তিনি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান চেন শুইবিয়ান ব্যাপক তাইওয়ানী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘের সদস্য হওয়ার জন্য গণভোটসহ বিছিন্নতাবাদী স্বাধীন তাইওয়ান তত্পরতা চালাচ্ছে, যা তাইওয়ান প্রণালী এলাকার শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে।
ইয়াং ই বলেন, কঠিন ও জটিল পরিস্থিতির মুখে পড়লেও মূলভূভাগ "শান্তিপূর্ণ একীকরণ এবং এক দেশ দুই ব্যবস্থা"নীতি এবং দু'তীরের বর্তমান সম্পর্ক উন্নয়ন ও দেশের শান্তিপূর্ণ একীকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার আটটি প্রস্তাব অনুসরণ করে দেশের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা এবং জাতীয় স্বার্থকে সুরক্ষা করবে। (লিলি)
|