আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান আলফা ওমর কোনারে ২৯ জানুয়ারী আদ্দিস আবাবায় বলেন, আফ্রিকান ইউনিয়ন বরাবরই চীনের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে আসছে এবং এক চীন নীতিতে অবিচল রয়েছে। আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা-চীন সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চীনের সঙ্গে হাতে হাত মিলিয়ে চেষ্টা চালিয়ে যাবে।
কোনারে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে সফররফ চীন সরকারের বিশেষ দূত, সহকারী পররাষ্ট্রমন্ত্রী চাইচুনের সঙ্গে সাক্ষাত্কালে চীনের সঙ্গে আফ্রিকান ইউনিয়ন এবং আফ্রিকান দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, চীন ও আফ্রিকান সহযোগিতা ফোরামের সফল পেইচিং শীর্ষ সম্মেলনের পর থেকে আফ্রিকা এবং চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের সুষ্টু উন্নয়ন হচ্ছে।
চাইচুন কোনারেকে প্রেসিডেন্ট হু চিনথাওসহ চীনের নেতাদের শুভেচ্ছার কথা জানিয়েছেন। তিনি আফ্রিকার শান্তি ও নিরাপত্তা এবং আফ্রিকার একীকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আফ্রিকান ইউনিয়নের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আফ্রিকান ইউনিয়ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আরো বেশি ভূমিকা পালন করলে চীন সরকার তাকে সমর্থন দিয়ে যাবে। চীন আফ্রিকার সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহতভাবে গভীরতর করবে। যাতে চীন ও আফ্রিকার সহযোগিতার ফলাফল জনগণের জন্য আরো বেশি কল্যাণ বয়ে আনে। (লিলি)
|