v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-30 18:37:12    
চীনে প্রতিকূল আবহাওয়ার প্রভাব কাটিয়ে যানবাহন স্বাভাবিক করার জোর চেষ্টা চলছে

cri
    মধ্য , পূর্ব ও দক্ষিণ চীনের দশ-বারোটি প্রদেশ ও শহরে প্রবল বৃষ্টি ও তুষারপাতের দরুণ চীনের রেল , সড়ক ও বিমানের স্বাভাবিক চলাচল গুরুতরভাবে ব্যাহত হয়েছে এবং নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও প্রমুখ নেতারা বিভিন্ন স্তরের নেতাদেরকে জনসাধারণের স্বার্থ নিশ্চিত করার জন্য যানবাহনের স্বাভাবিক চলাচল ও বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ।

    চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক বসন্ত উত্সব ঘনিয়ে আসছে । উত্সব উদযাপনের জন্য শহরের অনেকেই নিজের জন্মস্থানে যাচ্ছেন । এ সময় যানবাহনের সবচেয়ে ব্যস্ত সময় । সাম্প্রতিক টানা বৃষ্টি ও তুষারপাত রেল ও সড়ক পরিবহন ব্যহত করেছে । ফলে পেইচিং থেকে কুয়াংচৌ ও সাংহাই মুখী যাত্রীরা সময়মতো গন্তব্যস্থানে পৌছতে পারছেন না । বিশেষ করে পেইচিং থেকে কুয়াংচৌর রেললাইনের বিভিন্ন স্টেশনে কয়েক লাখ যাত্রী অপেক্ষা করছেন ।

    প্রবল বৃষ্টি ও তুষারপাতের দরুন হুনান প্রদেশের রেললাইনে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়েছে । ফলে বিদ্যুতচালিত রেলগাড়ীর চলাচল বন্ধ রয়েছে । ২৯ জানুয়ারী পর্যন্ত পেইচিং থেকে কুয়াং চৌ পর্যন্ত রেললাইনের শতাধিক রেলগাড়ী সময়মত গন্তব্যস্থানে পৌছতে পারে নি । হুনান প্রদেশের রাজধানী ছিয়ান সা শহরের রেলস্টেশনে ত্রিশটিরও বেশি রেলগাড়ীর যাত্রী অপেক্ষা করছেন ।

    ২৯ জানুয়ারী চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ছানসান রেলস্টেশনে অপেক্ষমান যাত্রীদের দেখতে যান । তিনি বলেন , রেলস্টেশনে দীর্ঘসময় অপেক্ষায়থাকার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই । বিদ্যুত ব্যবস্থা মেরামতের কাজ পুরোদমে চলছে । বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হওয়ার পর আপনারা বাড়ী ফিরতে পারবেন । এখানে আমি আপনাদেরকে বসন্ত উত্সবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি । ৩০ জানুয়ারী যাত্রীদের সমবেদনা জানানোর জন্য তিনি আবার কুয়াং চৌ রেশ স্টেশনে যান।

    জানা গেছে , ২৯ জানুয়ারী পর্যন্ত কুয়াং চৌ রেল স্টেশনে অপেক্ষামান যাত্রীর সংখ্যা ছিল দুই লাখ । যাত্রীদেরকে যততাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌছানোর জন্য চীনের রেল মন্ত্রণালয় ১৮০টি তাপ চালিত রেলগাড়ী পাঠিয়েছে । এ ছাড়া রেল মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে স্টেশনে অপেক্ষমান যাত্রীদের বিনাপয়সায় খাবার ও পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার দরুণ সৃষ্ট এ অসুবিধায় যাত্রীরা সহনশীল মনোভাব পোষন করছেন । যাত্রী কৌমিন বলেন , মন খারাপ হলেও স্টেশনের কর্মীদের ব্যবস্থাপনায় আমি উষ্ণতা অনুভব করছি । আমি ২৬ জানুয়ারী সেনচেন থেকে কুয়াংচৌ এসেছি। বৃষ্টি ও তুষারপাতের দরুণ আমি সময়মত বাড়ি যেতে পারছি না । তবে কুয়াংচৌ পৌর সরকার আমাদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে । এজন্য আমি কৃতজ্ঞ। বাইরে শীত হলেও আমি মনে উষ্ণতা অনুভব করছি ।

    টানা বৃষ্টির কারণে অনেক সড়ক পথে বরফ জমে গেছে । গাড়ী চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক গাড়ী বন্ধ রাখা হয়েছে । জানা গেছে , পেইচিং থেকে চু হাই প্রসারিতসড়ক পথের ছানসা অঞ্চলে ১৮ হাজার গাড়ী বন্ধ অবস্থায় রয়েছে , যাত্রীর সংখ্যা ৫০ হাজারের বেশি । সংশ্লিষ্ট বিভাগ যাত্রীদের খাবার ও পানি সরবরাহ করার ব্যবস্থা নিয়েছে এবং বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের নিরাপদ স্থানে নিয়েছে । চীনের কমিউনিষ্ট পার্টির হুনান প্রাদেশিক কমিটির সম্পাদক চান ছুন সিয়েন বলেন , আমরা গাড়ী দিয়ে যাত্রীদের স্কুল, হাসপাতাল বা হোটেলে পাঠানোর চেষ্টা করছি । ওখানে খাওয়া ও থাকার সব ফি সরকার বহন করবে । এ জন্য সরকার দশ কোটি ইউয়ান বরাদ্দ করেছে ।

    জানা গেছে , আগামী কয়েক দিনে মধ্য পূর্ব ও দক্ষিণ চীনের কিছু অঞ্চলে আবার বৃষ্টি ও তুষারপাত হবে । চীনের নেতারা জনসাধারণের স্বার্থকে প্রাধান্য দিয়ে যানবাহন ও বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করা এবং দুর্গত অঞ্চলের জনগণের স্বাভাবিক জীবন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন । যাতে জনসাধারণ সানন্দে বসন্ত উত্সব উদযাপন করতে পারেন।