২৯ জানুয়ারী লন্ডনে ব্রিটেন , ফ্রান্স, জার্মানি এবং ইতালি-ইউরোপের এই চারটি নেতাদের শীর্ষ সম্মেলন হয়েছে। তারা আর্থিক ঝুঁকি মোকাবেলায় আর্থিক সংস্থাগুলোর স্বচ্ছতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবারের সম্মেলনে সভাপতিত্ব করেন । ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, জার্মানির প্রধানমন্ত্রী এন্জেলা মার্কেল , ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি এবং ইউরোপীয় ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান হোস ম্যানুয়েল বারোসো সম্মেলনে অংশ নেন। অংশগ্রহণকারী একমত হয়েছেন যে, বিশ্বর অর্থনীতির চ্যালেন্জ মোকাবিলার জন্য চলমান অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার করা জরুরি।
সম্মেলনের পর ব্রাউন বলেন, এ ব্যাপারে টোকিওতে অনুষ্ঠেয় গোষ্ঠী-৮-এর সম্মেলনে অর্থমন্ত্রীরা প্রস্তাব পেশ করবেন। এতে ব্যাংকসহ আর্থিক সংস্থার ঝুঁকি মোকাবেলায় সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে।--ওয়াং হাইমান
|