কয়লা-বিদ্যুত্-এর স্বাভাবিক সরবরাহ সুনিশ্চিত করার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগগুলো কয়লা পরিবহণ স্বাভাবিক করার কাজ এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। ২৯ জানুয়ারী চীনের উপপ্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান পেইচিংয়ে এ কথা জানান।
এদিন চীনের রাষ্ট্রীয় পরিষদ আয়োজিত সংক্রান্ত একটি সম্মেলনে চেং ফেই ইয়ান বলেন, সম্প্রতি টানা ১৫ দিন ধরে চীনের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের পূর্ব দিকে প্রবল বৃষ্টি ও তুষারপাত হয়েছে। এতে বিদ্যুত্ ইন্টারনেট, কয়লা সরবরাহ, পরিবহণ এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কয়লা-বিদ্যুত্ -এর উত্পাদন। কয়লা পরিবহণ ও সরবরাহ সমস্যায় এ অবস্থার সৃষ্টি হয়।
তিনি জোর দিয়ে বলেন, কয়লা ও তেলের পরিবহণ , কয়লা বিদ্যুত্-এর স্বাভাবিক উত্পাদন এবং বিদ্যুত্-এর নিরাপদ সরবরাহের কাজ সুনিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর উচিত অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাওয়া--ওয়াং হাইমান
|