দক্ষিণ চীনের হাই নান প্রদেশের সান ইয়া শহর খুব বিখ্যাত গ্রীষ্মমন্ডলের দর্শনীয় স্থান হিসেবে সেখানকার উজ্জ্বল রোদ , মুক্ত বাতাস ও নরম এবং সাদা বেলাভূমি দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে । আজকের অনুষ্ঠানে আপনাদের সান ইয়ায় কয়েকজন বিদেশি পর্যটন ব্যবসায়ীর পরিচয় করিয়ে দেবো ।
রুশ ব্যবসায়ী ওলেগ টিমোখিন সান ইয়ায় অনেক বিখ্যাত । হান নানের পর্যটন বাজারে উল্লেখযোগ্য অবদান রেখেছে বলে তিনি হান নান প্রদেশের বিদেশি বিশেষজ্ঞের জন্য প্রদান সবেচেয়ে উচ্চ পুরস্কার--ইয়ে তাও পুরস্কার পেয়েছেন ।
হাই নানে কয়েকটি "সবচেয়ে" আছে : প্রথম , আবহাওয়া । সারা চীনে শুধু হাই নানের সান ইয়ায় গ্রীষ্মমন্ডল আবহাওয়া আছে । দ্বিতীয় , হাই নানের লোকসংখ্যা চীনের সব প্রদেশের মধ্যে সবচেয়ে কম । তাই এখানে থাকতে অনেক আরামদায়ক । তৃতীয় , এখানকার পরিবেশ খুব ভালো । দূষণ নেই । হাই নান একটি বিশেষ অর্থনীতি অঞ্চল । তাই এখানে অনেক সুবিধাজনক নীতি আছে । পর্যটক হোক , ব্যবসায়ী হোক , এখানে খুব আকর্ষণীয় ।
ওলেগ ১৯৯৪ সালে মস্কো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন । হাই নানের সান ইয়া সম্পর্কিত একটি বই পড়ার পর ওলেগ কয়েকজন বন্ধুর সঙ্গে এখানে ভ্রমণ করেন । তখন সান ইয়ার পর্যটন শিল্প ততটা উন্নত নয় । পুরো শহরে খুব পর্যটক দেখা যায় । তবে এখানের সুন্দর দৃশ্য ওলেগকে আকৃষ্ট করেছে , এবং তার মনে এখানে পর্যটন ব্যবসা করার পরিকল্পনাও উঠেছে । তাই তিনি সান ইয়ায় একটি ছোট পর্যটন এজেন্সী খুলে বসেছেন । সাম্প্রতিক বছরগুলোতে হাই নানে আসা রুশ পর্যটকের সংখ্যা প্রতি বছর ৯০ শতাংশের গতিতে বৃদ্ধি হচ্ছে । হাই নান ইতোমধ্যেই রুশ জনগণের মনে সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়েছে ।
ওলেগ বলেন , রুশ পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তার পর্যটন এজেন্সীর ব্যবসাও অনেক ভালো হয়েছে । তিনি বলেন
এখন আমরা প্রতি মাসে ১ হাজারেরও বেশি রুশ পর্যটকের অভর্থনা করি । হাই নানের পর্যটন বাজারের উন্নয়ন খুবই দ্রুত ।
ওলেগ বলেন , চলতি বছর হাই নানে আসা রুশ পর্যটকের সংখ্যা খুব সম্ভবত ১.৫ লাখ ছাড়িয়ে যাবে । রাশিয়া হাই নানের জন্য বৃহত্তম স্থানীয় পর্যটক দেশ হওয়ার সম্ভাবনা আছে । তা ওলেগের জন্য একটি ভালো খবর । পর্যটকের চাহিদা মেটানোর জন্য তিনি তাঁর পর্যটন এজেন্সীর কাজের উন্নতিও করছেন । তিনি বলেন :
সুন্দর রোদ ও সাতার ছাড়া রাশিয়ানরা চীন সম্পর্কে আরো বেশি জানতে চান । তাই ভ্রমণ ছাড়া আমি তাদের জন্য চীনা সংস্কৃতি সম্পর্কিত তত্পরতায় অংশ নেয়ার সুযোগ দেই । যেমন , আমরা চীন বৈশিষ্টময় প্রতিযোগিতার আয়োজন করি , ডাম্বলিং তৈরি বা চা খাওয়ার প্রতিযোগিতাসহ পর্যটকরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারে ।
এখন ওলেগের সবচেয়ে বড় আশা হল সান ইয়ায় একটি চীনা সংস্কৃতি জাদুঘর নির্মাণ করা । যাতে আরো বেশি রুশ পর্যটকরা চীনকে উপলব্ধি করতে পারে এবং হাই নানকে জানতে পারে ।
হাই নানে হুয়া ইয়ু ক্রাউন হলাডেই ইন নামে একটি বড় হোটেল আছে , এ হোটেল অনেক বিলাসী বলে তাকে হাই নানের "নিষিদ্ধ নগরও" বলা যায়। ব্রিটিশ পোবিন এডওয়ার্ডস হলেন এ হোটেএর মেনেজার । পোবিন বলেন , তাঁর বিশ বছরেরও বেশি চাকরি অভিজ্ঞতার মধ্যে এ হোটেল সবচেয়ে ভালো একটি হোটেল । এখানে
এ হোটেলের সবচেয়ে বিস্ময় বৈশিষ্ট হল বাইরে দেখতে মনে হচ্ছে হোটেলের স্টাইল ঐতিহাসিক , তবে ঘরে সবই আধুনিক যন্ত্র। তা শুধু একটি হোটেল , এ হোটেল যেন একটি ছোট নগরের মত , রেস্তরাঁ , পানশালা , শপিং সেন্টার ও চিকিত্সা ব্যবস্থা সবই আছে । পর্যটকরা এখানে সন্তুষ্ট বোধ করবেন ।
পোবিন বলেন , ইউরোপ ও আমেরিকার অনেক পর্যটকের জন্য হাই নান একটি অপরিচিত জায়গা । সারা বিশ্বকে হাই নান এ ছুঁটি কাটানোর স্বর্গের পরিচয় করতে হয় । তিনি নিজেও এর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন ।
তা ছাড়া , হুয়া ইয়ু ক্রাউন হলাডেই ইনকে ২০০৭ সালের "মিস ওয়াল্ড" প্রতিযোগিতার অভর্থনা হোটেল হিসেবে নির্ধারণ করেছে । প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সুন্দরীরা এ হোটেলের পরিসেবা ও সেখানের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ভূয়সী প্রশংসা করেছেন । মিস মঙ্গলিয়া ওইয়ুনগেরেল বলেন :
এখানের সব কিছুই খুব সুন্দর । সুন্দর প্রাকৃতি , সুন্দর মেয়েরা এবং সুন্দর এই হোটেল । আমি প্রথমবারের মত এখানে এসেছি । আমি হাই নানের সাই ইয়া সম্পর্কে জানতে খুব আগ্রহী ।
হাই নান প্রদেশের পর্যটন ব্যুরোর প্রধান চাং ছি বলেন , হাই নান আরো বেশি আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ীর স্বাগত জানায় । তিনি বলেন :
হাই নানের জন্য পর্যটন খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প । এর সবচেয়ে কেন্দ্রীয় কর্তব্য হল উন্মুক্তকরণ। এক দিকে বিদেশের পরিচালনা গ্রুপ , হোটেল গ্রুপ ও শিল্প প্রতিষ্ঠানকে হাই নানে পর্যটনের অপকাঠামোর নির্মাণ কাজে অংশ নেয়ার আমন্ত্রণ করতে হয় , অন্য দিকে বিদেশে হাই নানের পর্যটন সম্পদের পরিচয় করতে হয়।
|