v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-29 21:35:07    
সোং জু ইং এর গাওয়া চীনের লোকসংগীত

cri

    এখন আপনারা শুনছেন সোং জু ইং এর গাওয়া দক্ষিণ চীনের চিয়াং সু প্রদেশের লোকসংগীত 'জুঁই ফুল'। এ গানটিতে জুঁই ফুলের প্রতি মানুষের ভালোবাসা ও প্রশংসা ব্যক্ত হয়েছে। গানের কথা এমন, 'কতো সুন্দর এই জুঁই ফুল। গাছ জুড়ে ছড়িয়ে আছে জুইয়ের সুগন্ধ আর সৌন্দর্য। সবার পছন্দ এই পবিত্র সাদা ফুল। আমি একটা ফুল ছিঁড়ে উপহার দিতে চাই।'

    সোং জু ইং ১৯৬৬ সালে চীনের হু নান প্রদেশের মিয়াও জাতির একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন বর্তমান চীনের লোকসংগীত অঙ্গনের সবচেয়ে খ্যাতিমান শিল্পীদের অন্যতম। বহু বছরের অনুশীলনের মধ্য দিয়ে তিনি চীনের জাতীয় লোকসংগীতের মাটিতে নিজের শিল্পীসত্তার শেকড় গভীরভাবে প্রোথিত করেছেন। তিনি চীনের লোকসংগীত গাওয়ার পাশাপাশি পাশ্চাত্য অপেরা শৈলীকে ভালো করে মিশিয়ে নিজস্ব ঘরানা গড়ে তুলেছেন। তাঁর সুর অতি মিষ্টি এবং আবেগপূর্ণ। তিনি সহজে বিভিন্ন ধরনের সংগীত গাইতে পারেন।

    এখন আপনারা শুনছেন সোং জু ইং এর গাওয়া 'ড্রাগন নৌকার সুর'। এটা হচ্ছে মধ্য-দক্ষিণ চীনের হু পেই প্রদেশের লোকসংগীত। এ গানের কথা সরল। গানে একজন সুন্দরী নারীর নিজের বাবা-মার বাড়িতে ফেরার পথে একটি নদীতে খেয়া পারাপারের দৃশ্য বর্ণিত হয়েছে।

    গানের কথা এমন, 'জানুয়ারীতে নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা জানাতে আমি চলেছি বাবা-মার কাছে। আমি নদী পার হতে চাই, কেআমার মাঝি হবে? আমি নৌকায় উঠেছি। মাঝি, আমাকে পার করো।'

    সোং জু ইং একজন অত্যন্ত পরিশ্রমী শিল্পী। চীনের অনেক বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ পরিবেশনায় তাঁকে দেখা যায় এবং তিনি গান গেয়ে থাকেন। তিনি বহু বার চীনের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপ, এশিয়া ও আমেরিকায় সফর করেছেন ও সাংস্কৃতিক বিনিময় করেছেন। তাঁর পরিবেশনা বিভিন্ন দেশের দর্শক ও চীনা বংশোদ্ভুত বিদেশীদের সমাদর পেয়েছে। ২০০২ সালে অস্ট্রেলিয়ার সিডনি থিয়েটারে তিনি দারুন সফল একটি একক সংগীতানুষ্ঠান করেন। তিনি বিদেশে একক সংগীতানুষ্ঠান করা প্রথম চীনা শিল্পী। ২০০৩ সালের নভেম্বরে সোং জু ইং ভিয়েনার গোল্ডেন হলে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। তাঁর সুললিত কন্ঠ ও বিনীত আচরণ ইউরোপীয় দর্শকদের মন জয় করেছে। তাঁর সংগীতানুষ্ঠান অত্যন্ত সফল হয়েছে।

    এবার শুনুন ভিয়েনার গোল্ডেন হলে সোং জু ইংয়ের একক সংগীতানুষ্ঠানে তাঁর গাওয়া একটি তিব্বতী জাতির লোকসংগীত। গানের নাম 'দামা ফুলের মতো প্রেমিক'। গানে তিব্বত জাতির সুগভীর প্রথা ও স্থানীয় বৈশিষ্ট্য রয়েছে। গানে বিস্তীর্ণ ও সীমাহীন তৃণভূমির এক স্পর্শকাতর প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। শুনুন তাহলে।

    গানের কথা এমন, 'চার দিকে উড়ছে কোকিল। সুন্দর গান কত না কাছে টানে। তুমি যদি গাছের সবচেয়ে উঁচু ডালে না দাঁড়াও, কে জানবে বলো এতো সুন্দর তোমার গান? আমার প্রেমিক কোকিলের মতো, আমি সারা পৃথিবী ঘুরেও তোমার চেয়ে সুন্দর মানুষ আর পাবো না। তুমি যদি আমার সঙ্গে পাহাড়ী গান না গাও, তাহলে কাকে শোনাবো আমার গান ।'

    সোং জু ইং চীনের "স্বর্ণ কন্ঠ" বলে সুপরিচিত। বিশেষ করে তাঁর গাওয়া হু নান প্রদেশের লোকসংগীত বিশিষ্টতায় আলাদা। হুনান চীনের মধ্য-দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই প্রদেশের অধিকাংশই তুং টিং হ্রদের দক্ষিণ দিকে আছে বলে হ্রদের দক্ষিণ অর্থাত্ হু নান এই নাম পেয়েছে। হুনানের লোকসংগীতের সুদীর্ঘ ইতিহাস আছে। ভৌগলিক অবস্থা, ভাষা ও প্রথার তফাতের কারণে হুনান প্রদেশের লোকসংগীত বৈচিত্র্যে ভরা।

    এখন আপনারা সোং জু ইংয়ের গাওয়া "সি ছুয়ান যাত্রা" গানটি শুনছেন। গানে স্থানীয় মেয়ে তাঁর প্রেমিকের সঙ্গে দুটি জায়গায় বিছিন্নতা ও পুনর্মিলনের আকাঙ্ক্ষার অনুভুতি বর্ণিত হয়েছে।

    হুনান প্রদেশের উত্তর-পশ্চিম দিকে শাং চি নামে একটি সংখ্যালঘু জাতি অধ্যুষিত জেলা আছে। সেখানে প্রধানতঃ তু চিয়া জাতি, পাই জাতি ও মিয়াও জাতির লোকেরা বসবাস করেন। শাং চি লোকসংগীতের সাগর খ্যাতি রয়েছে। শাং চি জেলার লোকসংগীতের সুর সমৃদ্ধ, ছন্দ মনোরম, তা শুনে ঐ জাতির ভাব ও গভীর গ্রামীন ভাবের পরিচয় পাওয়া যায়। এখন শুনুন সোং জু ইংয়ের গাওয়া শাং চি জেলার একটি লোকসংগীত।

    এ গানটি হচ্ছে হুনান প্রদেশে প্রচলিত একটি বিপ্লবী গান। গানে সৈন্য ও তার স্ত্রীর মধ্যকার অদ্বিতীয় পবিত্র প্রেমের কথা বলা হয়েছে। গানের কথা এমন, মা শাং গাছের নিচে বসে বড় বোনকে চিঠি লিখছি। আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছি, তুমি বাড়িতে রয়ে গেছে। আমি দু'তিন বছর ধরে বাড়িতে ফিরতে পারি না। মা শাং গাছের নিচে বসে স্বামীকে চিঠি লিখছি। তুমি এক বছরে না ফিরে আসলে, আমি অপেক্ষা করবো। তুমি দু'বছর ফিরে না আসলে, আমি দু'বছর অপেক্ষা করবো। জানো, বসন্তকালে না আসলে ফুল ফোটে না।"

    বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন সোং জু ইং এর গাওয়া আরেকটি হুনান প্রদেশের লোকসংগীত। গানের নাম "চার ঋতুতে ফুল ফোটে"। গানটি আনন্দময় ছন্দের মধ্য দিয়ে হুনান প্রদেশে চার ঋতুতে বিভিন্ন রকম ফুল ফোটার দৃশ্য বর্ণনা করা হয়েছে। শুনুন তাহলে।

    বন্ধুরা, এতোক্ষণ আপনারা সুরের ভুবন অনুষ্ঠান শুনলেন। আজ আমি চীনের বিখ্যাত কন্ঠ শিল্পী সোং জু ইংয়ের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি এবং তাঁর গাওয়া কয়েকটি লোকসংগীত শুনিয়েছি। আশা করি, অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। সুষ্ঠু থাকুন। পরের সপ্তাহে আবার কথা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)