বাংলাদেশের চাঁপাই নবাবগন্জ জেলার শ্রোতা মো: বাব্দুল মান্নান মোস্টার তাঁর চিঠিতে লিখেছেন, আমি এবং আমার ক্লাবের সদস্যরা সি আর আইএর বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। দীর্ঘকাল ধরে আমরা আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের অনুষ্ঠান আমাদের খুব ভাল লাগে।
প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা । নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কোন মতামত ও পরামর্শ থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনার মতো শ্রোতার সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি অসম্ভব।
শিলেট জেলার শ্রোতা মো: মশিউর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন ছাত্র। দশম শ্রেণীতে পড়ি। আমি দু'বছর আগে সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনতে শুরু করি। অনুষ্ঠানটি শুনতে খুব ভাল লাগে । আপনাদের প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। আমার জ্ঞান সমৃদ্ধ হয়ে উঠেছে। অনুষ্ঠানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল, মুখোমুখি, চলুন বেড়িয়ে আসি , চাওয়া-পাওয়া এবং মিতালী। উপস্থাপনের মানও আগের চাইতে উন্নত হয়েছে। এক কথায় সি আর আইএর বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হচ্ছে।
ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রশংসার জন্য। আমরা জানি আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমাদের আরও অনেক করবার আছে। শ্রোতারা আমাদের অনুষ্ঠানের উপর অনেক আস্থা দিয়েছেন । আমরা আপনাদের আশাহত করবো না। আশা করি, আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজনীয়।
সিরাজগন্জ জেলা শ্রোতা মো: জাকারিয়া হোসাইন তাঁর চিঠিতে লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শোনা আমার প্রচন্ড শখ। যতগুলো বেতার অনুষ্ঠান শুনি তার মধ্যে সি আর আই হল সর্ব শ্রেষ্ঠ বেতার অনুষ্ঠান। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে ভাল লাগে। বিশেষ করে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান আমার সবচেয়ে ভাল লাগে। অন্যান্য অনুষ্ঠানগুলোর মধ্যে অন্তরংগ আলাপন . মুখোমুখি ইত্যাদি। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আরও সুন্দর সুন্দর হবে বলে আমি আশা করি।
প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্য। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে এসেছি। শ্রোতাদের সমর্থনে এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে গত দু'বছরে আমাদের অনুষ্ঠান অনেক উন্নত হয়েছে। কিন্তু শ্রোতাদের চাহিদা অনুযায়ী আমাদের কাজ উন্নত করার অনেক অবকাশ রয়েছে। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন এবং আমাদের বাংলা অনুষ্ঠান সম্পর্কে কোন পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারন আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনাদের ভাল ভাল পরামর্শ খুবই দরকার। শ্রোতাদের আন্তরিক সযহোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি অসম্ভব।
নওগাঁ জেলার শ্রোতা সাইফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমার একটি অনুরোধ রয়েছে। অনুরোধটি হচ্ছে আপনারা খবরের শেষের দিকে খেলাধুলার খবর বলবেন। আর মিতালী অনুষ্ঠানে আরও বেশি বেশি চিঠি পড়বেন তাহলে আমার মত অনেক শ্রোতা খুশি হবে। আমি আশা করি, আমার এই প্রস্তাব ভেবে দেখবেন বা রাখবেন।
ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই। আপনি ভাল ভাল প্রস্তাব করেছেন। আমাদের মিতালী অনুষ্ঠানে যত বেশী সম্ভব শ্রোতাদের চিঠি পড়ার চেষ্টা করবো। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।
রাজশাহি জেলার শ্রোতা এমর ফালুক নয়ন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমি আপনাদের একজন আনুষ্ঠানিক সদস্য চাই। এখন আমার কাছে আপনাদের অনুষ্ঠান সূচী নেই। আশা করি, সি আর আই বাংলা অনুষ্ঠান সূচী আমাকে পাঠাবেন। তা ছাড়া আমি সি আর আইএর ভিইউকার্ড পছন্দ করি। এগুলো আমাকে পাঠালে খুশী হব। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা শীঘ্রই আপনাকে অনুষ্ঠান সূচী ও ভিইউকার্ড পাঠাবো। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে অথবা সি আর আই সম্পর্ক যদি কোন প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দিবো এবং সি আর আই সম্পর্কে ব্যাখ্যা করবো।
ঢাকা জেলার শ্রোতা হুমায়ুন কবীর তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি আপনার অনুষ্ঠান পছন্দ করি। চীনা ভাষা শিখার অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয় । আমি চীনা ভাষা শিখতে চাই। আমি এখন কিছু কিছু চীনা ভাষা বলতে পারি। চীনা ভাষা শিখার আসরে আমি এ সব কথা শিখেছি। খুব মজা লাগে। আমি চীনে গিয়ে চীনা ভাষা শিখার পরিকল্পনা নিয়েছি। আশা করি , অদূর ভবিষ্যতে আমার এই স্বপ্ন বাস্তবায়িত হবে।
শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনার স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।
চট্টগ্রামের শ্রোতা রনি সাহা জনি তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সি আর আই-এর প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার ভাল লাগে। সময় পেলে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি । আমি আপনাদের প্রচারিত চীনা সংগীত পছন্দ করি। কারন আমি গান গাইতে পছন্দ করি। তা ছাড়া, প্রত্যেক শনিবারের মুখোমুখি ও মিতালি আমাদের কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমি এ দু'টো অনুষ্ঠানকে শ্রোতাদের নিজস্ব অনুষ্ঠান বলে মনে করি। মুখোমুখি অনুষ্ঠান থেকে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। ছোটবেলা থেকে আমি চীন সম্পর্কে জানতে আগ্রহী। আমার একটি অনুরোধ আছে। এখন পযর্ন্ত আমি সবর্শেষ ' আমি তুমি সে ' পত্রিকা পাইনি। দয়া করি আমাকে এই পত্রিকা পাঠাবেন। এই পত্রিকা পড়তে আমার ভাল লাগে।
রনি সাহা জনি বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শোনার জন্যে। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। সর্বশেষ সংখ্যা ' আমি তুমি সে ' পত্রিকা শীঘ্রই বের হবে। যখন এ পত্রিকা বের হয় তখন আমরা আপনাকে পাঠাবো। আমাদের এই পত্রিকা সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে চিঠি লিখে জানাবেন। এই পত্রিকার মান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের পরার্মশ দরকার।
|