v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-29 19:47:05    
বুশের কার্যমেয়াদের সর্বশেষ স্টেট-অব দ্য ইউনিয়ন ভাষণ

cri

    ২৮ জানুয়ারী মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ প্রতিনিধি পরিষদ ও সিনেটের এক যৌথ সম্মেলনে তাঁর কার্যমেয়াদের সর্বশেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন। ভাষণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয় সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।

    এদিন তিনি অর্থনীতির পুনঃবৃদ্ধি সমস্যা ব্যাখ্যা করার সময় বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক উন্নয়নের একটি ক্রান্তিকাল পার করছে ।তবে দীর্ঘকাল  থেকে দেখতে গেলে মার্কিন অর্থনীতির বৃদ্ধি অব্যাহত থাকবে। বুশ কংগ্রেসকে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি তেজীয়ান করার পরিকল্পনা অনুমোদনের  তাগিদ দিয়েছেন। এতে অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির নিশ্চয়তা পাওয়ায় যাবে। তিনি আরো বলেন, শুল্ক না বাড়ানোর পরিপ্রেক্ষিতে ২০১২ সালে মার্কিন সরকারের আর্থিক  ঘাটতির নিরসন হবে।

    ইরাক ও ইরান সমস্যায় বুশ বলেন, ইরাকে মার্কিন সৈন্য বাড়ানোর কৌশলগত নীতিতে সাফল্য অর্জিত হয়েছে। আল কায়েদা সংস্থার সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে। ইরাক থেকে মার্কিন সৈন্য প্রতাহ্যার করলে যুক্তরাষ্ট্রের নেয়া সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করলে এবং সংশ্লিষ্ট পরীক্ষামূলক কাজ চালাতে দিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তার আলোচনার আয়োজন করা সম্ভব হবে।

ফিলিস্তিন-ইসরাইল সমস্যার ব্যাপারে তিনি বলেন, এ বছরের শেষ দিকে ফিলিস্তিন-ইসরাইল দু'পক্ষের মধ্যে একটি শান্তিপূর্ণ  চুক্তির জন্য মার্কিন সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালাতে আগ্রহী। 

    এদিন তিনি কংগ্রেসকে মার্কিন কলম্বিয়া, পানামা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি অনুমোদনের তাগিদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র, ক্যানাডা এবং মেক্সিকোকে নিয়ে যুক্তরাষ্ট্রের  লুইজিয়ানা প্রদেশের নিউ অর্লিন্স শহরে উত্তর আমেরিকার তিনটি দেশের শীর্ষ সম্মেলন আয়োজনের কথাও ঘোষণা করেছেন।――ওয়াং হাইমান