দু'দিনব্যাপী নতুন পর্যায়ের চীন-জাপান ২১ শতাব্দী কমিটির সপ্তম অধিবেশন ২৮ জানুয়ারী পেইচিংয়ে শেষ হয়েছে।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এবং জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও এ অধিবেশনে অভিনন্দন বাণী পাঠিয়েছেন। দু'পক্ষের সদস্যগণ ফুকুদার চীন সফরের সাফল্য এবং হু চিন থাও-এর আসন্ন জাপান সফরকে সফল করে তোলার বিষয়ের পাশাপাশি দু'দেশের সম্পর্কের আরো উন্নয়নের ব্যাপারে মত বিনিময় করেছেন। দু'দেশের সদস্যগণ এটি যেমন সাম্প্রতিক বছরগুলোতে চীন ও জাপানের সম্পর্কের উন্নতির ফলশ্রুতির সারসংকলন করেছেন তেমনি দু'দেশের সম্পর্কের ভবিষ্যত্ উন্নয়নের জন্যে গঠনমূলক ও দূরদর্শী মতামত ও প্রস্তাব উত্থাপন করেছেন।
নতুন পর্যায়ের চীন-জাপান ২১ শতাব্দী কমিটি দু'দেশের নেতৃবৃন্দের মতৈক্য অনুযায়ী ২০০৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। এটি দু'দেশের সরকারের একটি পরামর্শক সংস্থা। এ পর্যন্ত পৃথক পৃথকভাবে দু'দেশে ৬বার এর অধিবেশন অনুষ্ঠিত হয়।--ওয়াং হাইমান
|