গতবছর চীনের স্বর্ণ উত্পাদনের মোট পরিমাণ ২৭০ টন হয়েছে বলে চীন স্বর্ণ উত্পাদনকারী দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ।এটি ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।সম্প্রতি চীনের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ খবর জানা গেছে।
গত শতাব্দীর ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে চীনের স্বর্ণ শিল্পের ক্ষমতা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ বছরে চীনের স্বর্ণ উত্পাদনের মোট পরিমাণের বৃদ্ধি হার হচ্ছে ৩৪ শতাংশ ।খনিজ সম্পদ অনুসন্ধান খাতে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত , চীনে মোট ৫টি বড় আকারের স্বর্ণ খনি আবিষ্কৃত হয়েছে।
জানা গেছে, ১৯০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সোনার পরিমাণ বিশ্বে সর্বাধিক ছিল।--ওয়াং হাইমান
|