v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-29 19:12:57    
চীন বৃষ্টি ও তুষারপাত দুর্যোগের মোকাবিলায় ব্যবস্থাপনা করছে

cri
    চীনের ক্ষমতাসীন পার্টি ---  কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো ২৯ জানুয়ারী এক অধিবেশনে বর্তমান বৃষ্টি ও তুষারপাত জনিত দুর্যোগ মোকাবিলায় জনসাধারণের  উত্পাদন ও জীবন-যাপন সংক্রান্ত কাজ নিশ্চিতকরণের পর্যালোচনা করেছে।

    অধিবেশনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি চীনের কিছু অঞ্চলে নিম্ন তাপমাত্রা, বৃষ্টি ও তুষারপাতসহ বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে। দুর্যোগের সময় স্থায়ী হওয়ায় ব্যাপকভাবে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এটি দুর্গত অঞ্চলের উত্পাদন ও স্বাভাবিক জীবন-যাত্রার ওপর গুরুতর প্রভাব ফেলেছে। পরবর্তী কয়েক দিনও দক্ষিণ চীনের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত হবে। কিছু কিছু অঞ্চলে তুষার-ঝড় হবে। এটা এ অঞ্চলগুলোর জনগণের উত্পাদন ও জীবন-যাত্রা, বিশেষ করে পরিবহন ও জ্বালানি সরবরাহের ওপর দারুণ প্রভাব ফেলবে।

    অধিবেশনে বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগকে দুর্যোগ প্রতিরোধ সংক্রান্ত নেতৃত্ব  জোরদার করা এবং জরুরী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সবচেয়ে জরুরী কাজ হচ্ছে পরিবহন ও বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতকরণের জন্য যথাসাধ্য চেষ্টা চালানো। সব বাধা অতিক্রম করে কয়লার উত্পাদন বাড়াতে হবে। বিদ্যুত ও কয়লার সরবরাহ নিশ্চিত করতে হবে। বাস্তবতার আলোকে জনসাধারণের স্বার্থের কথা সর্বাগ্রে বিবেচনা করতে হবে। দুর্গত জনসাধারণের সমস্যা সমাধানে সাহায্য করতে হবে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। তেল ও গ্যাসের স্বাভাবিক উত্পাদন ও পরিবহন নিশ্চিত করতে হবে। বিশেষ করে দুর্গত অঞ্চলের জনসাধারণের উত্পাদন ও জীবন-যাপনের ব্যবস্থা ভালোভাবে করতে হবে। যাতে জনসাধারণ একটি আনন্দ ও সুখীময় বসন্ত উত্সব কাটাতে পারে।

    আরেক খবরে জানা গেছে, ২৮ জানুয়ারী রাতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও হুনান প্রদেশের দুর্যোগ কবলিত স্থানে ত্রাণ কাজ পরিদর্শন করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)