চীন জাপানের সঙ্গে সম্মিলিত চেষ্টার মাধ্যমে দু'দেশের নেতাদের গৃহীত নতুন মতৈক্য অনুযায়ী পূর্ব সাগরের সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা করবে । ২৯ জানুয়ারী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন ।
পূর্ব সাগরের তেল ও গ্যাস অনুসন্ধানের ব্যাপারে জাপান আশা করে, চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের জাপান সফরকালে এ সমস্যার সমাধান করা হবে । এ সম্পর্কে সংবাদদাতা প্রশ্ন ছিল ,এ বিষয়ে চীনের সংশ্লিষ্ট সময়সূচী রয়েছে কিনা এবং জাপানের মতে দু'পক্ষের মধ্যে এ বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে ।এ সম্পর্কে চীনের মতামত কী ?
প্রত্যুত্তরে চিয়াং ইউ বলেন, চীন আশা করে ,জাপানের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে এবং বসন্তকালে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের জাপান সফরকালে এ বিষয়ে আলোচনা করতে আগ্রহী ।
তিনি বলেন, চীন জাপানের সঙ্গে আন্তরিক তার পাশাপাশি সক্রিয় মনোভাব নিয়ে এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত এবং দু'দেশের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব এ সমস্যা সমাধানের চেষ্টা করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|