v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-29 18:11:31    
চীনের প্রথম তাও মতবাদের হস্তলিপি ও চিত্র প্রদর্শনী পেইচিংয়ে শুরু

cri
    চীনের প্রথম প্রাচীন তাও মতবাদের হস্তলিপি ও চিত্র প্রদর্শনী সম্প্রতি পেইচিংয়ের পাই ইউন কুয়াং তাও মন্দিরে শুরু হয়েছে । এ প্রদর্শনীর দু শ'র বেশি তৈজষপত্র চীনের মূলভূভাগ , হংকং , ম্যাকাও ও সিংগারপুর থেকে সংগ্রহ করা হয়েছে । এর আগে এ প্রদর্শনী চীনের দশটি তাও মন্দিরে দেখানো হয়েছে । গণ চীন প্রতিষ্ঠার পর এ প্রদশর্নী হলো তাও মতবাদের সবচেয়ে বড় হস্তলিপি ও চিত্র প্রদশর্নী । ২৯ ডিসেম্বর প্রদশর্নী শেষ হওয়ার পর সব তৈজষপত্র নিলামে দেয়া হবে । এ থেকে পাওয়া অর্থ পেইচিংয়ের উপকন্ঠের একটি শিশু হাসপাতাল নির্মানেব্যবহার করা হবে । এ সব তৈজষপত্রের আলোকচিত্রের একটি বই আগামী বছর চীনা ভাষা ও ইংরেজী ভাষায় প্রকাশিত হবে ।

    **চান চিয়া চিয়ে দশর্নীয় স্থানে প্রথম বিশ্ব উত্তরাধিকার সপ্তাহ শুরু

    ২৫ ডিসেম্বর বিশ্বের ভূতত্ব পার্ক বলে পরিচিত চীনের হুনান প্রদেশের বিখ্যাত দশর্নীয় শহর চান চিয়া চিয়ের উ লিন দশর্নীয় স্থানে প্রথম বিশ্ব উত্তরাধিকার সপ্তাহ শুরু হয়েছে ।

    এ কমর্সূচী চলাকালে উ লিন ইউয়ান দশর্নীয় স্থানের বৃক্ষ পার্ক , দর্শনীয় স্থানসোসিইয়ু , থিয়েনচি পাহাড় ও ইয়াং চিয়া চিয়ে প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের চারটি বিখ্যাত দশর্নীয় স্থান বিনা টিকিটে দেশ-বিদেশের পর্যটকদের জন্য খোলা হয়েছে । এ ছাড়া সেখানে স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

    ১৯৯২ সালে জাতিসংঘ শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো চান চিয়া চিয়ের উ লিন ইউয়ানকে বিশ্ব প্রাকৃতিক উত্তরাধিকারের অন্তর্ভুক্ত করেছে। প্রতি বছর দেশ-বিদেশের পর্যটক এ দশর্নীয় স্থান পরিদর্শন করতে যায় । বিশ্বের ত্রিশটিরও বেশি দেশ চান চিয়া চিয়ের সঙ্গে পর্যটন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । গত বছর এক লাখ ২০ হাজার পর্যটক চান চিয়া চিয়ে ভ্রমণ করেছেন ।

    **আগামী বছর অলিম্পিক গেমস চলাকালে বড় ধরনের এক্রোবেটিক্স অনুষ্ঠান হবে

    চীনের জাতীয় এক্রোবেটিক্স গোষ্ঠী আগামী বছর পেইচিং অলিম্পিক গেমস চলাকালে একটি বড় ধরনের এক্রোবেটিক্স অনুষ্ঠানের আয়োজন করবে । এ এক্রোবেটিক্স অনুষ্ঠানের নাম হবে ' স্পলেন্ডিড' ।

    জানা গেছে , এ এক্রোবেটিক্স পরিবেশন ৪ জুলাই থেকে শুরু হয়ে আগষ্ট মাসের শেষে শেষ হবে । এর মোট ৭০টি শো হবে । এ অনুষ্ঠানে এক্রোবেটিস্কের সঙ্গে কন্ঠসংগীত , মুষ্টি যুদ্ধ , যন্ত্রসংগীতের সমন্বয় করা হবে । অনুষ্ঠানে মঞ্চের ব্যাকগ্রাউন্ডে চীনের ঐতিহ্যিক হস্তলিপি ও চিত্রকলা থাকবে । অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া এক্রোবেটিক্স পরিবেশন করা হবে ।

    চীনের জাতীয় এক্রোবেটিক্স গোষ্ঠী ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এই গোষ্ঠীর এক্রোবেটিক্স দল বিশ্বের এক শ'টিরও বেশি দেশ সফর করেছে এবং ৪৪টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ।