সাম্প্রতিক প্রবল তুষারপাত মোকাবিলায় আনহুই , চিয়াং সি ও কুই চৌ প্রদেশ এবং কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলকে সহায়তা করার জন্যে চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় জরুরী ভিত্তিতে ৯ কোটি ৮০ লাখ ইউয়ান বরাদ্দ করেছে ।
২৯ জানুয়ারী পর্যন্ত চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় গুরুতর তুষারপাত কবলিত হু নান , হু পেই , কুই চৌ , চিয়াং সি ও আন হুই প্রদেশ এবং কুয়াং সি স্বায়ত্তশাসিত অঞ্চলকে ১২ কোটি ৬০ লাখ ইউয়ান বরাদ্দ করেছে , যাতে তুষারপাত , নিম্ন তাপমাত্রা ও হিমবাহ কবলিত অঞ্চলের জনসাধারণকে এবং বিপর্যয়স্থ রেলপথ ও সড়কে আটকে পড়া যাত্রীদের সহায়তা করা যায় ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , সোমবার পর্যন্ত এ মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া বৃষ্টি ও তুষারপাতের কারণে চীনের হু নান , হু পেই প্রভৃতি ১৪টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭ কোটি ৭০ লাখেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে ।
|