২৮ জানুয়ারি রাতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও হু নানের দুর্যোগ পীড়িত অঞ্চল পরিদর্শন করেছেন।
হু নানের রাজধানী ছাং শা'র বিমান বন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রী বিমান যোগে থিয়েন হো বিমান বন্দরে নেমে রেলগাড়িতে ২৯ জানুয়ারি সকালে ছাং শা পৌঁছেন। সেখানে পৌঁছাই তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ প্রতিরোধের উপায় আলোচনা শুরু করেন।
১৩ জানুয়ারি থেকে হু নান প্রদেশের ব্যাপক অঞ্চলে তাপমাত্রা অতি মাত্রায় কমে গেছে এবং ৫০ বছরের মধ্যে সবচেয়ে গুরুতর তুষার পড়েছে। এবারের তুষার দুর্যোগ স্থায়ী ছিল অনেক দিন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৮ জানুয়ারি পর্যন্ত চীনের আন হুই, হু নান, হু পেই, কুয়াং সি, কুই চৌসহ ১৪টি প্রদেশের ৭.৭ কোটি লোক দুর্গত হয়ে পড়েছে। এখন দুর্গত অঞ্চলের স্থানীয় সরকার জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। (ইয়াং ওয়েই মিং)
|