পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ মিয়ান সুমরো ২৮ জানুয়ারি ইসলামাবাদে চীন-পাকিস্তান আর্থ-বাণিজ্যিক সহযোগিতার প্রশংসা করে এবং পাকিস্তানে বিভিন্ন চীনা কোম্পানিকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।
চীনের পানি ও বিদ্যুত কোম্পানির প্রধান পরিচালক তার সঙ্গে সাক্ষাত করতে গেলে সুমরো এ কথা বলেন। তিনি আরো বলেন, গত কয়েক বছরে চীন ও পাকিস্তানের আর্থ-বাণিজ্যিক প্রবৃদ্ধি খুব দ্রুত, দু'দেশের সরকার বাণিজ্যের উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, দু'দেশের মধ্যে স্বাক্ষরিত "চীন-পাক অবাধ বাণিজ্য চুক্তি" বাণিজ্য সম্প্রসারণের জন্য সহায়ক হবে।
সুমরো বলেন, পাকিস্তান সরকার পুঁজি বিনিয়োগের জন্য সুষ্ঠুপরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে সহায়ক নীতির মাধ্যমে চীনা কোম্পানিকেপুঁজি বিনিয়োগের উত্সাহ দেবে। চীন-পাক মৈত্রী ও সহযোগিতা আরো গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। (ইয়াং ওয়েই মিং)
|