বাংলাদেশের পরিবেশবিদ ড. আতিক রহমান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ২০০৮ সালের চ্যাম্পিয়নস অফ আর্থ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। তাঁর সঙ্গে সারা বিশ্বের আরো ৬ জন বিশিষ্ট ব্যক্তি পরিবেশ ক্ষেত্রে অবদান রাখার জন্য এই পুরস্কার পেয়েছেন।
২৮ জানুয়ারী গ্রীনিচ মান সময় ৫টা এবং বাংলাদেশ সময় সকাল ১১টায় কেনিয়ার নাইরোবিতে অবস্থিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচী ইউএনইপি এই পুরস্কারের ঘোষণা দিয়েছে। ঘোষণাটি এসেছে মোনাকোতে আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইউএনইপি'র ১০ম বিশেষ অধিবেশনের ঠিক আগে। এতে সারা বিশ্ব থেকে শতাধিক মন্ত্রী অংশ নেবেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. আতিক রহমানকে পাঠানো পুরস্কার পত্রে বলেছেন, টেকসই উন্নয়ন এবং পরিবেশ এবং সম্পদ ব্যবস্থাপনায় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আপনার যে অভিজ্ঞতা তাতে এ ক্ষেত্রে আপনি একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ। আপনি আপনার এনজিও বিসিএএসকে টেকসই উন্নয়ন ইস্যুতে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বশীল থিংক ট্যাংকে রূপ দিয়েছেন।
অন্য যারা এ পুরস্কার পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, সুদানের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ গবেষণা বিষয়ক উচ্চতর পরিষদের জৈষ্ঠ্য গবেষক বেলগিস ওসমান এলাশা, বারবাডোজের সাবেক জ্বালানী ও পরিবেশ মন্ত্রী হেনরিয়েটা এলিজাবেথ থম্পসন, ইয়েমেনের সাধারণ গণ কংগ্রেসের মহাসচিব আব্দুল কাদের বা জামাল।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ইউএনইপি চ্যাম্পিয়নস অফ আর্থ অ্যাওয়ার্ড দিয়ে আসছে। বৈশ্বিক এবং আঞ্চলিক পর্যায়ে বিশেষ অবদানের জন্য প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদেরকে এ পুরস্কার দেওয়া হয়। এর আগে মিখায়েল গরবাচেভ ও আল গোর এ পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রাপ্তদেরকে আগামী ২২ এপ্রিল সিংগাপুরে একটি আন্তর্জাতিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান থেকে পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ পুরস্কারের কোনো অর্থমূল্য নেই। প্রত্যেকে পাবেন একটি করে ট্রফি, যা জীবনের মৌলিক উপাদান সূর্য, বায়ু, মাটি ও পানির প্রতীক।
|