v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-28 20:02:13    
নিং বোয়ে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ব্যাপারে একজন বিদেশীর প্রচেষ্টা

cri
    চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত চীন ও বিদেশের যৌথ উদ্যোগে প্রথম বিশ্ববিদ্যালয়---নট্টিংহাম বিশ্ববিদ্যালয় পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের নিং বো শহরে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য রজার উড্সসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় এক শো চল্লিশজনেরও বেশি শিক্ষক এ বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষা প্রদান করছেন।

    সম্প্রতি হাং চৌয়ে অনুষ্ঠিত "চীনের দশটি সুখী শহর" সংক্রান্ত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের নিজস্ব সাংবাদিক রজার উড্সের সঙ্গে কথা বলেন। রজার উড্স পুরস্কার প্রাপ্ত বিভিন্ন শহরের প্রতিনিধিদের কাছে দেয়া বক্তৃতার একটি অংশ সবার দৃষ্টি আকর্ষণ করে। তার কথাটি ছিল এক শহরের নাগরিকরা আন্তর্জাতিকায়নের শিক্ষা প্রদানের সুযোগ পেলে তারা খুব সুখী হবেন।

    চলতি বছরের ফেব্রুয়ারী মাসে রজার উড্স মধ্য ব্রিটেনের নট্টিংহাম থেকে চীনে এসেছেন। তিনি বলেছেন, 

    আমি চীনে কাজ করতে খুব পছন্দ করি। এখানে কাজের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরার যথেষ্টা সুযোগ রয়েছে। চীনাদের প্রচেষ্টা আমাকে তাদের সঙ্গে সহযোগিতা করতে সহজতর করেছে।

    উপ-উপাচার্য হিসেবে উড্স চীনে আসার পর তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য একটি শ্রেষ্ঠ শিক্ষক দল নিয়োগ করা। প্রথম দিকে কতজন শিক্ষক তার বিশ্ববিদ্যালয়ে কাজ করতে ইচ্ছুক, তা তিনি ঠিক বুঝতে পারেন নি।

    কারণ এটি হচ্ছে শিক্ষাদানের একটি নতুন পদ্ধতি। লোকেরা এ পদ্ধতি সম্পর্কে কতটুকু আগ্রহী, আমরা তা জানি না। তবে আমরা বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে বহু দরখাস্ত পেয়েছি। সুতরাং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু শ্রেষ্ঠ শিক্ষক নিয়োগে সক্ষম হই।

    উড্স বলেছেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪০জন শিক্ষক রয়েছে। তাঁরা প্রধানত ব্রিটেন, অষ্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে থেকে এসেছেন। আমাদের শিক্ষকরা সবাই বিদেশী। তাঁরা নিং বোয়ে বসবাস করছেন। এ বিশ্ববিদ্যালয়ের চীনা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে পরিচালনা, পরিসেবা ও বিনিময়সহ বিভিন্ন কাজ করেন। চীনা সহকর্মী সম্পর্কে উড্স বলেছেন,

    আমাদের চীনা সহকর্মীরা আমাদের শিক্ষাদানে সহায়তা করছেন এবং আন্তরিকভাবে আমাদের সাহায্য করেছে। তাদের সাহায্য না পেলে আমাদের পক্ষে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব হতো না। এর পাশাপাশি আমরা নিং বো শহর ও চেচিয়াং প্রাদেশিক সরকারেরও সাহায্য পেয়েছি।

    চীনাদের নতুন পদ্ধতি গ্রহণের গতি দেখে উড্স অভিভূত হয়েছেন। তিনি বলেন, 

    চীনে আসার পর আমার সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে সকল কাজ দ্রুতভাবে পরিবর্তিত হয়। যেমন আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতিদিনই আরো বেশি চীনাদের আগ্রহ বাড়ছে।

    উড্সের সহকর্মী ,বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যান্ডরু মার্টনও মনে করেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা ছাত্র-ছাত্রীদের খাপ খাওয়ানোর সামর্থ্য বেশ প্রচল। তিনি বলেন,

    নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসেই ইংরেজী মাধ্যমে শিক্ষাদান করা হয়। প্রথম দিকে চীনা ছাত্র-ছাত্রীদের ইংরেজীতে নিজেদের মতামত প্রকাশ করা খুব কঠিন কাজ ছিল। এক দিকে ইংরেজী তাদের মাতৃভাষা নয়। অন্য দিকে আগে তারা এই রকম শিক্ষা পদ্ধতি গ্রহণ করে নি। তবে কিছু দিনের লেখাপড়ার মাধ্যমে এ রকম শিক্ষাদানের পদ্ধতির সঙ্গে তারা নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। তারা এখন সোত্সাহে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে।

    উপউপাচার্য উড্স আশা করেন, বিশ্ববিদ্যালয়ের চীনা ও বিদেশী ছাত্র-ছাত্রীদেরকে বাইরের বিশ্বের সঙ্গে মেলামেশার আরো বেশি সুযোগ দেয়া হবে। বর্তমানে আরো বেশি বিদেশী ছাত্র-ছাত্রীদের এই বিশ্ববিদ্যালয়ে পড়া এবং বিশ্ববিদ্যালয়ের চীনা ছাত্র-ছাত্রীদের বিদেশে শিক্ষা গ্রহণের সুযোগ দেয়ার প্রয়াস চলছে।

    বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক স্যু ইয়া ফেং বলেছেন, শিক্ষার বিশ্বায়ন বাস্তবায়ন করতে চাইলে বিদেশের শিক্ষা পদ্ধতি অবশ্যই শিখতে ও জানতে হবে।

    নট্টিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি উন্নয়নের অভিজ্ঞতা চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতির বিশ্বায়ন দরকার। শিক্ষারও বিশ্বায়ন প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা বিশ্বের সঙ্গে সংগতিপূর্ণ হওয়া উচিত।

    বর্তমানে নিং বোয়ের নট্টিংহাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দু'হাজার আট শো। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা চার হাজার হবে বলে অনুমান করা হচ্ছে। ভবিষ্যতে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ২৫ শতাংশ বৃদ্ধি হবে।

    উড্স নিং বোতে তার কর্মজীবনের সাফল্য সম্পর্কে খুবই আশাবাদী। তিনি বলেছেন,

    এটি বিশ্ববিদ্যালয় একটি অভিনব প্রকল্প। চীনের নিংবোয়ে আমরা যা চাই তা বাস্তবায়নও করতে পারবো।