ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকি ২৮ জানুয়ারী বলেন, ইরান ও মিসরের মধ্যে ৩০ বছর ধরে বন্ধ থাকা সকল কূটনৈতিক সম্পর্ক শিগগিরি পুনস্থাপিত হবে।
এদিন তেহরান অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মোত্তাকি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে ইরান ও মিসরের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। তবে তিনি দু'দেশের স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারের সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেন নি।
তিনি আরো বলেন, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২১ মার্চ-এর আগে ইরাক সফরের সিদ্ধান্ত নিয়েছেন।(লিলু)
|