v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-28 19:35:45    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/১/২৮

cri

    গত শতাব্দীর নব্বই-এর দশকের প্রথম দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের শিক্ষা মন্ত্রণালয় ৪৩ বছর বয়সী কোভালিওভাকে রুশ ভাষা বিশেষজ্ঞ হিসেবে চীনের সিআন শহরের একটি বিদ্যালয়ে পাঠায়। অন্যান্য বিদেশীর মতই প্রথম দিকে তিনি ভাষা ও খাবার নিয়ে সমস্যায় পড়েছিলেন। সিআনে শিক্ষাদানকালে বর্তমান স্বামীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তার স্বামী ও চীনা বন্ধুদের সাহায্যে তিনি ধাপে ধাপে চীনের জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেন। এখন ১৬ বছর ধরে চীনে রুশ ভাষা শিক্ষা দিয়েছেন।      ইতোমধ্যেই তিনি বিদেশী বিশেষজ্ঞদের মৈত্রী পুরস্কার পেয়েছেন। এ পুরস্কার হচ্ছে চীন সরকারের দেয়া বিদেশী বিশেষজ্ঞদের জন্য সর্বোচ্চ পুরস্কার। বন্ধুরা, ২৮ জানুয়ারী বিজ্ঞান বিচিত্রা আসরে শুনুন ইউক্রেনের শিক্ষিকা কোভালিওভার চীনে শিক্ষকতার জীবন সম্পর্কে একটি প্রতিবেদন।

    চীনাদের ঐতিহ্যিক বসন্ত উত্সবকালে আনন্দময় ও হাস্যরসাত্মক চলচ্চিত্র উপভোগ করা চীনাদের একটি রেওয়াজ। প্রতি বছর চলচ্চিত্রাঙ্গনের কর্মীরা এসব চলচ্চিত্র তৈরী করে থাকেন। এ ধরনের চলচ্চিত্রকে নববর্ষ উদযাপনী চলচ্চিত্রও বলা হয়। এ বছর নববর্ষ উদযাপনী চলচ্চিত্রের সংখ্যা এবং বিষয়বস্তুর বৈচিত্র অনেক বেশি। নববর্ষ উদযাপনী চলচ্চিত্রের নামটি এসেছে হংকং থেকে। এ সব চলচ্চিত্রের মধ্যে কুংফু নির্ভর ও মিলনান্তক ছবি বেশি। ছবিগুলোতে তারকা অভিনেতা-অভিনেত্রীরাই বেশি অভিনয় করেন। নববর্ষের ছুটিতে চীনারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন। ২৯ জানুয়ারী সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিউ ছিয়েন চীনের নববর্ষ উদযাপনী বিশেষ চলচ্চিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় দেবেন।

    চেং চৌ হচ্ছে মধ্য চীনের হোনান প্রদেশের রাজধানী। গত কয়েক বছরে চেং চৌয়ের অর্থনীতি ও সমাজের দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে আরো বেশি সংখ্যক বিদেশী নাগরিক এখানে এসে লেখাপড়া ও কাজ করছেন। এখানে তারা নিজেদের চোখে চেং চৌ ও হোনান প্রদেশের পরিবর্তন দেখেছেন এবং চীনের উন্নয়ন অনুভব করেছেন। ৩০ জানুয়ারী সমাজ দর্পন আসরে শি চিং উ চেং চৌতে কর্মরত দু'জন বিদেশীর কাহিনী আপনাদের শোনাবেন।

    উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশ বহু জাতি অধ্যুষিত একটি প্রদেশ। এ প্রদেশে তিব্বতী, মঙ্গোলীয় ও হুইসহ বিভিন্ন সংখ্যালঘু জাতি বসবাস করছে সেখানকার সাংস্কৃতিক সম্পদ ব্যাপক সমৃদ্ধ। গত কয়েক বছরে ছিংহাই প্রাদেশিক সরকার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে আয় বাড়ানোর ব্যবস্থা নিয়েছে। এ ব্যবস্থার পথ নির্দেশনায় বিভিন্ন সংখ্যালঘু জাতি নিজেদের জাতীয় আচার ব্যবহার ও সাংস্কৃতিক ঐতিহ্য কাজে লাগিয়ে আয় বাড়ানোর পথের সূচনা করেছে এবং তারা সচ্ছল হয়েছে। ৩০ জানুয়ারী ওরা অনন্য অনুষ্ঠানে থান ইয়াও খাং ছিংহাই প্রদেশে সংখ্যালঘু জাতিসমূহের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও তাদের সচ্ছলতা সম্পর্কে আপনাদের জানাবেন।

    ২০০৬ সালের অক্টোবর মাসে চীনের লিয়াও নিং প্রদেশের তালিয়েন শহরের ফুলান তিয়েন লিয়েনশান নগরের আন চিয়া গ্রামের ৭ বছর বয়সী মেয়ে স্যুয়েলিয়েনের পেটে একটি বড় টিউমার ধরা পড়ে। এটা একটা খারাপ রোগ। তার বাবা ও মা তাকে নিয়ে অনেক হাসপাতালে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কোনো হাসপাতালে এই রোগের চিকিত্সা করা যায় নি এবং কেউই জানেন না, কোথায় চিকিত্সা করা সম্ভব। স্যুয়েন লিয়েনের বাবা মা এর জন্য অস্থির হয়ে পড়েন। ১ ফেব্রুয়ারী কন্যা জায়া জননী অনুষ্ঠানে চুং শাও লি "তোমাকে হারাতে চাই না" শিরোনামে একটি সত্যিকারের গল্প শোনাবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।