মার্কিন মাইক্রোসফট কোম্পানির প্রেসিডেন্ট বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিনদা গেটসের প্রতিষ্ঠিত মেলিনদা-গেটস তহবিল বাংলাদেশের দুগ্ধ শিল্প উন্নয়নের জন্য ৫২ লাখ মার্কিন ডলার অনুদান হিসেবে সাহায্য দেবে।
বাংলাদেশের 'ফিন্যানশিয়াল এক্সপ্রেস' পত্রিকার ২৮ জানুয়ারীর খবরে প্রকাশ, বিল গেটস ২৫ জানুয়ারী সুইজার্ল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক বেসরকারী সংস্থার বাংলাদেশের শাখা সংস্থা এই প্রকল্প কার্যকর করবে। এই প্রকল্পটি চার বছর চলবে। এই অর্থ প্রধানতঃ ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের উত্পাদন ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ব্যয় করা হবে। যাতে তাদের ব্যবসা নিয়মমাফিক করা যায়।
আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশের শাখা সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, তারা আবাদী জমি নেই এমন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করবে। যাতে তাদের উত্পাদন ক্ষমতা বাড়িয়ে বাংলাদেশের দুগ্ধ শিল্পের উন্নয়ন করা যায়। বর্তমান বাংলাদেশের ১৪ কোটি মানুষের মধ্যে প্রায় ৮০ শতাংশই হচ্ছে কৃষক। গ্রামাঞ্চলের দুগ্ধ উত্পাদনের পরিমাণ সারা দেশের উত্পাদন পরিমাণের ৯০ শতাংশ। (ইয়ু কুয়াং ইউয়ে)
|