তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান সিয়াংপাপিংছু ২৭ জানুয়ারী তিব্বতের লাসায় একটি অধিবেশনে বলেছেন, তিব্বত তুষার চালিত দুর্যোগ মেকাবিলা সংক্রান্ত নানা কাজ সুনিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা চালাবে। যাতে জনসাধারণের স্বার্থের যে কোন প্রকার ক্ষতি এড়ানো যায়।
জানা গেছে, সম্প্রতি তিব্বতের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হয়েছে। তিব্বতের ৮০ শতাংশেরও বেশি সামগ্রী মূলভূখন্ড থেকে পরিবহনের মাধ্যমে আসে। কিন্তু অতিরিক্ত তুষার পাত ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেক নেমে যায়। ফলে পরিবহনের ওপর তা গুরুতর প্রভাব ফেলেছে।
সিয়াংপাপিংছু বলেন, খারাপ আবহাওয়া মোকাবেলায় তিব্বতের সংশ্লিষ্ট বিভাগ গুরুত্বপূর্ণ সামগ্রী পরিবহনের নিশ্চয়তাবিধান এবং পানি ও বিদ্যুতের স্বাভাবিক সরবরাহের চেষ্টা করে যাচ্ছে। তারা জনসাধারণের উত্পাদন ও জীবন-যাপনের ক্ষেত্রে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|