v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-28 19:13:50    
চীন কয়লা, বিদ্যুত ও তেল সরবরাহ ও পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করছে

cri

    প্রবল বৃষ্টি এবং অতিরিক্ত তুষার পাতের কারণে চীনের কয়লা, বিদ্যুত , তেল সরবরাহ বাধাগ্রস্ত হয়ে পড়ে এবং পরিবহন ক্ষেত্রের বিরাট ক্ষতি সাধন হয়েছে । এর মোকাবেলায় ২৭ জানুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে কয়লা, বিদ্যুত ও তেলের পরিবহন নিশ্চিত করা সম্পর্কিত একটি জাতীয় টেলিভিশন ও টেলিফোন অধিবেশনের আয়োজন করা হয় । সম্মেলনে প্রধানমন্ত্রীওয়েন চিয়াপাও জোর দিয়ে বলেন , সর্বশক্তি দিয়ে কয়লা , বিদ্যুত ও তেলের পরিবহন নিশ্চিত করতে হবে । বর্তমানে চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং বিভিন্ন অঞ্চল কয়লা, বিদ্যুত ও তেল সরবরাহ ও পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবেব্যবস্থা নিচ্ছে ।

    বিগত কয়েক দিন ধরে মধ্য চীন , পূর্ব চীন এবং দক্ষিণ চীন গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি ও তুষার পাতে দুর্যোগকবলিত হয়েছে । এই দুর্যোগসম্পন্ন আবহাওয়া কয়লা ও তেলের পরিবহন এবং বিদ্যুতের সরবরাহের ওপর বিরূপ প্রভাব ফেলেছে । ফলে চীনের অর্ধেকেরও বেশি প্রাদেশিক পর্যায়ের বিদ্যুতসরবরাহের ক্ষেত্রেপ্রায় চার কোটি কিলোওয়াট বিদ্যুতের অভাব দেখা দেয় ।

    আবহাওয়া বিবাগের পূর্বাভাষ অনুযায়ী পরবর্তী কয়েক দিন ধরে দক্ষিণ চীনের অধিকাংশ অঞ্চলে অব্যাহতভাবে বৃষ্টি ও তুষার পাত হবে । আংশিক অঞ্চলে তুষারঝটিকা ও বরফে জমে বিরূপ আবহাওয়া দেখা হবে । সুতরাং কয়লা , বিদ্যুত ও তেলের পরিবহন দুরুহ হয়ে পড়বে । চীনের যোগাযোগ মন্ত্রণালয় ও রেল মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগ বলেছে , তারা নানা উপায় নিয়ে কয়লা ও তেল সহ নানা গুরুত্বপূর্ণ সম্পদের পরিবহন নিশ্চিত করবে ।

    এক সাক্ষাত্কারে মধ্যচীনের চিয়াংসি প্রদেশের যোগাযোগ বিভাগের উপপ্রধান হু লিন বলেন , তাঁরা কয়লা ও তেল পরিবহনে সর্বশক্তি নিয়োগ করবেন । তিনি বলেন , আমরা চিয়াংসি প্রদেশের সবকটি মহাসড়কে জমা বরফ ও তুষার সরানোর কাজ করছি এবং যেপথ নষ্ট হয়েছে সে পথ মেরামত করার চেষ্টা করছি । সড়কপথে যাতায়াত যাতে বন্ধ না হয় তার জন্য প্রায় ১০ হাজার ক্যাডার ও কর্মচারী কাজ করছেন । পুলিশ সহ নানা বিভাগ কিছু গুরুত্বপূর্ণ সেতু বা সহজে দুর্ঘটনা ঘটতে পারে এমন কিছু এলাকায় হাজার হাজার লোক পাঠিয়েছে ।

1 2