দক্ষিণ কোরিয়ার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট লি মিউং বাক ২৮ ডিসেম্বর জাতিসংঘ মহা সচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত হান সুং জোকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
এদিন লি মিউং বাক সিউলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, অর্থনীতি তেজীয়ান করা এবং বাণিজ্যের ইতিবাচক ত্বরান্বিতকরণ ছাড়াও জনগণের ঐক্য জোরদার করা হচ্ছে নতুন সরকারের মূখ্য উদ্দেশ্য। হান সুং জো-এর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে পররাষ্ট্র বিষয়ক ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি হচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী পদের উপযোগী প্রার্থী ।(লিলু)
|