২৭ জানুয়ারী আফ্রিকার কয়েকটি দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে আফ্রিকা শীর্ষ সম্মেলন লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শুরু হয়েছে । সম্মেলনে আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় আফ্রিকান লীগের শীর্ষ সম্মেলনের প্রধান বিষয় নিয়ে আলোচনা হয় । লিবিয়া, সুদান, সাদ, মিশর, সেনেগাল, ইরিত্রিয়া গ্যাবন এবং মউরিতানিয়াসহ ৮টি দেশের নেতারা সম্মেলনে আফ্রিকার সম্মুখীন সমস্যা ও তা মোকাবিলার উপায় এবং লিবিয়ার নেতা মুয়াম্মার আল গাদ্দাফির ২০০৭ সালের জুলাই মাসে উত্থাপিত 'আফ্রিকা ফেডারেশন সরকার' প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন ।
সেনেগালের প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদে সম্মেলনের পর বলেন, অংশগ্রহণকারীরা 'আফ্রিকা ফেডারেশন সরকার' এবং তার নেতৃত্বাধীন সংস্থাগুলোর প্রতিষ্ঠায় মতৈক্যে পৌঁছেছেন ।
(ছাও ইয়ান হুয়া)
|