বর্তমান কয়লা , বিদ্যুত , তেল ও পরিবহনের অসংগতির প্রেক্ষাপটে চীন সরকারের বিভিন্ন বিভাগ পরস্পরের সংগে সমন্বয় করে এ পরিস্থিতির মোকাবিলা করছে ।
২৮ জানুয়ারী পেইচিংয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তা চু হুং রেন এ কথা বলেছেন । তিনি আরো বলেন , জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন কয়লা , বিদ্যুত , তেল ও পরিবহনের গুরুত্বপূর্ণ অঞ্চল ও পণ্যের ওপর তত্ত্বাবধান জোরদার করবে এবং রেল ও যোগাযোগসহ বিভিন্ন বিভাগের সংগে সমন্বয় বাড়াবে ।
চু হুং রেন চীনের বিভিন্ন স্থানের সরকারকে জনসাধারণের ব্যবহৃত বিদ্যুত এবং গণ স্বার্থ ও জাতীয় নিরাপত্তার সংগে সংশ্লিষ্ট বিদ্যুত সরবরাহ নিশ্চিতকরণকে প্রাধান্য দেয়ার নির্দেশ দিয়েছেন ।
উল্লেখ্য যে , গত কয়েক দিন ধরে চীনের কোনো কোনো অঞ্চলে অভূতপূর্ব ও একটানাভাবে নিম্ন তাপমাত্রা , প্রবল বৃষ্টি ও তুষারপাত এবং হিমাবাহের মত বৈরি আবহাওয়া দেখা দিয়েছে । ফলে কয়লা , বিদ্যুত , তেল ও পরিবহন নিশ্চিতকরণের কাজ অত্যন্ত কঠোর পরিস্থিতির মুখে পড়েছে ।
|