২৭ জানুয়ারী আফ্রিকান লীগের চেয়ারম্যান ওমর কোনারে আফ্রিকার বিভিন্ন দেশের ঐক্যবদ্ধ হওয়া ও একীকরণ এবং আফ্রিকার শিল্পায়নের উন্নয়নকে দ্রুত করাসহ আফ্রিকার কাঁচামাল রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের অবস্থার পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন ।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান লীগের নির্বাহী পরিষদের ১২তম সাধারণ সম্মেলনে তিনি এ কথা বলেন । তিনি বলেছেন, আফ্রিকার একীকরণ হতে হবে এবং বিভক্ত থাকলে চলবে না। নইলে সুষ্ঠু উন্নয়নের সুযোগ হারাতে হবে । তিনি জোর দিয়ে বলেন, আফ্রিকার একীকরণ বাস্তবায়ন হলো আফ্রিকার সুউজ্জ্বল ভবিষ্যতের দিক নির্দেশনা ।
তিনি আরও বলেন, আফ্রিকাকে শুধু কাঁচামাল বিক্রির মাধ্যমে অর্থনীতির উন্নয়ন করা উচিত নয় । নিজেদের শিল্পের প্রক্রিয়াকরণ শিল্প থাকা উচিত । তিনি উল্লেখ করেন, আফ্রিকার শিল্পের ভিত্তি এখনো দুর্বল । নিজেদের শিল্পায়নের ধারার উন্নয়ন দ্রুততর করা জরুরী । যাতে ঔপনিবেশিকতাবাদের কারণে বজায় রাখা কাঁচামাল বিক্রির সচেতন পদ্ধতি পরিবর্তন করা যায় ।
অন্য এক খবরে জানা গেছে, জাতিসংঘের উপ-মহাসচিব, জাতিসংঘ -আফ্রিকা অর্থনৈতিক কমিশনের নির্বাহী সচিব আবদৌলায়ে জিন্নাহ্ সম্মেলনে বলেন, আফ্রিকার শিল্পের উন্নয়নের মাধ্যমে অর্থনীতির পরিবর্তন বাস্তবায়ন খুবই দরকার । তিনি বলেন, শিল্পের উন্নয়ন আফ্রিকার দেশগুলোকে প্রাথমিক পর্যায়ের পণ্যদ্রব্য উত্পাদন ও রপ্তানীর ওপর নির্ভরশীলতা কমানো এবং আফ্রিকার দেশগুলোর উত্পাদন প্রযুক্তির উন্নয়ন ও পণ্যদ্রব্যের বহুমুখী ব্যবহারের বাস্তবায়নেসহায়তা দেবে ।
(ছাও ইয়ান হুয়া )
|