|
|
(GMT+08:00)
2008-01-28 16:58:58
|
সামাক সুন্দরাভেজ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
cri
২৮ জানুয়ারী থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্ন পরিষদে পিপলস পাওয়া পার্টির চেয়ারম্যান সামাক সুন্দরাভেজ সদ্য গঠিত নতুন যৌথ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। রাজার অনুমোদন পাওয়ার পর তিনি থাইল্যান্ডের ইতিহাসে ২৫তম প্রধানমন্ত্রী হবেন। ২৮ জানুয়ারী সকালে থাইল্যান্ডের নব নিয়ুক্ত নিম্ন পরিষদের স্পীকার, পার্লামেন্টের চেয়ারম্যান ইয়ংযুথ তিয়াপাইরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নতুন সরকারের প্রধানমন্ত্রী মনোনয়নের প্রক্রিয়া শুরু হয়। ভোটাভুটিতে পিপলস পাওয়া পাটির চেয়ারম্যান সামাক সুন্দরাভেজ নতুন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। কার্যপ্রণালী অনুযায়ী, থাইল্যান্ডের রাজার অনুমোদনের পর সামাক সুন্দরাভেজ নতুন মন্ত্রি সভা গঠন করবেন। কিছু দিনের মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশিত হবে বলে অনুমান করা হচ্ছে। (চিন ছেন)
|
|
|