চীনের তথ্য ও প্রকাশনা অধিদফতর সূত্রে জানা গেছে, চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে চীনের ৬ লাখ ৪০ হাজার প্রশাসনিক গ্রামে "কৃষক পরিবার গ্রন্থাগার" প্রতিষ্ঠিত হবে।
কৃষকদের সাংস্কৃতিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে প্রশাসনিক গ্রামে এ "কৃষক পরিবার গ্রন্থাগার" প্রতিষ্ঠিত হবে। কৃষকরা নিজেই গ্রন্থাগারটি পরিচালনা করবেন। সেখানে কৃষকদের জন্য বই, পত্র-পত্রিকা ও অডিও-ভিডিও সরঞ্জাম সরবরাহ করা হবে। প্রতিটি "কৃষক পরিবার গ্রন্থাগারে" কমপক্ষে এক হাজার বই, ৩০ রকম পত্রিকা ও ১০০টি অডিও-ভিডিও সরঞ্জাম থাকতে হবে।
জানা গেছে, গত বছরের শেষ দিক পর্যন্ত চীনে প্রায় ২০ হাজার "কৃষক পরিবার গ্রন্থাগার" গঠিত হয়েছে। অনুমান অনুযায়ী এ বছরের শেষ দিক পর্যন্ত "কৃষক পরিবার গ্রন্থাগার" এর সংখ্যা ৫০ হাজার হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|