গত বছর চীনের ওয়েবসাইটে প্রথম শাকসব্জি বাজার – শান তুং প্রদেশের সৌ কুয়াং শাকসব্জি ওয়েবসাইট বাজারে লেনদেনের মূল্য ২১.৬ ইউয়ানে দাঁড়িয়েছে । এ দিক দিয়ে এ বাজার বিশ্বে শীর্ষ স্থান দখর করেছে ।
২০০৬ সালে সৌ কুয়াং ওয়েবসাইট শাকসব্জি বাজার চালু হয় । গত বছরের শেষ নাগাদ এ বাজারে অংশ নেয়া ব্যবসায়ীদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে । এসব ব্যবসায়ী চীনের বিভিন্ন স্থান ও বিশ্বের দশ বারোটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে রয়েছেন । এ বাজার সারা দেশে ছড়িয়ে পড়া তথ্য ব্যবস্থার মাধ্যমে উত্পাদন , মজুদকরণ , প্রক্রিয়াকরণ , বিক্রি ও রফতানীর ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্যে নানা ধরণের তথ্য সংগ্রহ করে থাকে । ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসায়ীদের একবার লেনদেন করতে মাত্র আধা সেকেন্ড লাগে । তাছাড়া তারা কাছাকাছি জায়গা থেকে মাল নিতে পারেন ।
জানা গেছে , এ বছর সৌ কুয়াং ওয়েবসাইট শাকসব্জি বাজারে লেনদেনের মূল্য ৩০ বিলিয়ন ইউয়ান হবে বলে আশা করা হচ্ছে ।
|