দুদিনব্যাপী নতুন দফা চীন-জাপান মৈত্রী ২১ শতাব্দী কমিশনের সপ্তম অধিবেশন ২৭ জানুয়ারী পেইচিংয়ে শুরু হয়েছে । এ অধিবেশনে চীন ও জাপানের শীর্ষ সদস্য হিসেবে চেং বি চিয়ান ও কোবায়াশি ইয়োতারো নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন । তারা উভয়েই উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন ।
চেং বি চিয়ান বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে চীন ও জাপানের উচ্চ পর্যায়ের বিনিময় খুব ঘনিষ্ঠ । বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাও সুষ্ঠুভাবে চলছে । চীন ও জাপান এখন সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক সুযোগের সম্মুখীন । এ সুবণ সুযোগকে কাজে লাগিয়ে দু'দেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যত উন্নয়ন করা হল দু'দেশের জনগণের অভিন্ন আকাঙ্খা । এবারের অধিবেশনের মূল আলোচ্যবিষয়ও তাই ।
কাবায়াশি ইয়োতারো বলেন , বর্তমানে দু'দেশের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে । তিনি বিশ্বাস করেন প্রধানমন্ত্রী ইয়াসো ফুকুদার নেতৃত্বে দু'দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে যাবে । তিনি আশা করেন দু'দেশের অর্জিত অগ্রগতি দু'দেশের কৌশলগত ও পারস্পরিক উপকারিতামূলক সম্পর্কের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে সক্ষম হবে । (শুয়েই ফেই ফেই)
|