চীনের ঐতিহ্যিক উত্সব---বসন্ত উত্সব ঘনিয়ে আসছে। কিন্তু গত বেশ কয়েকটি দিন ধরে চীনের ইয়াংসি নদীর মধ্য-নিম্ন অববাহিকা ও পশ্চিমাঞ্চলগুলোতে বিপুল পরিমাণে তুষার পড়ার ফলে জনসাধারনের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্গত এলাকার জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগ বেশ কিছু জরুরী ব্যবস্থা নিচ্ছে।
শাকসবজি , ফলমুল এবং খাদ্য ও জ্বালানী ছাড়াও ওষুধের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য ২৫ জানুয়ারী চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটি দাম তদারকির জন্য জরুরী ব্যবস্থা নিয়েছে। হুবেই , হুনান প্রদেশের দুর্গত এলাকার জনসাধারণের জন্য অর্থ মন্ত্রণালয় ও বেসামরিক প্রশাসন বিভাগ ২ কোটি ৮০ লাখ ইউয়ান রেন মিন পির বন্দোবস্ত করেছে। বসন্ত উত্সবের বাজারগুলোতে পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয় রিজার্ভ ব্যবস্থা চালু করেছে। বেসামরিক প্রশাসন তুষারজনিত দুর্যোগের দিকে নিবিড়ভাবে নজর রাখবে এবং যথোযথ সময়ে দেশের প্রাকৃতিক দুর্যোগের জন্য জরুরী ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ২৩ জানুয়ারী চীনের বেসামরিক প্রশাসন প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, ১০টি প্রদেশ ও তিন কোটিরও বেশী লোক এবারের তুষারজনিত দুর্যোগের কবলিত হয়েছে। এতে এ পর্যন্ত৮ জন নিহত হয়েছে । দুর্যোগে অর্থনীতির ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০০ কোটি ইউয়ান রেন মিন পিরও বেশী। (চিন ছেন)
|