২৪ জানুয়ারী বিকেলে চীনের উপ-প্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান বিশ্ব অর্থনীতি ফোরামে অভিনন্দনবার্তায় 'সহায়তা ও সৃজনশীল শক্তি' শিরোনামে বিশ্বের অর্থনীতি ও চীনের উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন । তিনি বলেন, বিশ্বের অর্থনীতির গভীর উন্নয়নের পাশপাশি বিশ্বের আর্থ-বাণিজ্যিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ এবং বিশ্বের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগকে আরও প্রাণচঞ্চলকরে তুলতে হবে । সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অর্থনীতি ক্ষেত্রের উন্নয়নের অস্থিতিশীলতা বেড়েছে , যুক্তরাষ্ট্রের সেকেন্ডারী ঋণ সংকট সম্প্রসারিত হয়েছে, বিশ্বের কৃষি পণ্যদ্রব্য, জ্বলানী সম্পদ ও খনিজ সম্পদের দাম বেড়েছে, বাণিজ্য সংরক্ষণবাদ জোরদার হয়েছে এবং বিশ্বের জলবায়ু পরিবর্তনের চাপও বেড়েছে । এসব সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হলেও , চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে সমাধানের পদ্ধতি খুঁজে বের করা এবং বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য অবদান রাখতে আগ্রহী ।
চীনের অর্থনীতির উন্নয়ন ও বৈদেশিক উন্মুক্ততার নীতি প্রসঙ্গে চেং ফেই ইয়ান বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় গণ কংগ্রেস মানবজাতির ভিত্তিতে সার্বিকভাবে টেকসই বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্ব সমন্বয়ের কথা ব্যাখ্যা করেছে এবং সার্বিকভাবে স্বচ্ছ সমাজ নির্মানের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করার তাগিদ নির্ধারণ করেছে । চীন অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি পরিবর্তন করা, পণ্যদ্রব্যের সৃজনশীল উত্পাদনকে উন্নত করা, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা ,সংস্কারের নীতির বাস্তবায়ন করা এবং বৈদেশিক উন্মুক্তকরণ সম্প্রসারণ করাসহ বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করবে ।
অন্য এক খবরে জানা গেছে, বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্লস শোয়াব ২৪ জানুয়ারী রাতে দাভোসে বলেন, গত ৩০ বছরে বিশ্ব অর্থনীতি ফোরামের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে । তিনি আশা করেন, ভবিষ্যতে চীনের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|