অতি দ্রুত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য চলতি বছর চাহিদা ও সরবরাহ পরিস্থিতিঅনুযায়ী চীন বেশ কয়েকটি পদক্ষেপ নেবে। চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি বলেছেন, চীন অব্যাহতভাবে সামষ্টিক নিয়ন্ত্রণ উন্নত করবে এবং স্থিতিশীল আর্থিক নীতি ও মুদ্রা সংকোচন নীতি কার্যকর করবে। স্থাবর সম্পত্তিতে পুঁজিবিনিয়োগের অতি দ্রুত বৃদ্ধি , উচ্চ জ্বালানী ব্যয় এবং বিষাক্ত গ্যাসের অতিরিক্ত নিগর্মণ দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। তা ছাড়া, মুদ্রা ও ঋণের বিতরণ সমন্বয় করতে হবে।
তা ছাড়া, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস , বিদ্যুতের দাম অদূর অভবিষ্যতে না বাড়ানোর আশ্বাসস দেওয়া হয়েছে।
|