v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-25 18:57:30    
চীন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার  জোর প্রচেষ্টা চালাচ্ছে

cri
    সম্প্রতি টানা প্রবল বৃষ্টি ও তুষারপাতের কারণে চীনের কয়লা সরবরাহ ব্যাপক সমস্যার মুখে পড়েছে । ফলে কিছু অঞ্চলের বিদ্যুত বিতরণও সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুত সরবরাহ স্বাভাবিকীকরন, বিশেষ করে অধিবাসীদের দৈনন্দিন বিদ্যুত নিশ্চিত করার জন্য সরকার জরুরী ভিত্তিতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ।

    কয়লা সরবরাহের সমস্যারকারণে সমগ্র দেশে ৭ কোটি কিলোওয়াট বিদ্যুত ঘাটতি দেখা দিয়েছে । ১৩টি প্রাদেশিক পর্যায়ের বিদ্যুত বিতরণ কেন্দ্র বিদ্যুত বিতরণ সীমিত করতে বাধ্য হয়েছে । এ ছাড়া শীতকালে তাপ ব্যবস্থার জন্য কয়লার চাহিদা গ্রীষ্মকালের চেয়ে বেশি । এখন কয়লার সরবরাহ চাহিদা মেটাতে পারছে না ।

    প্রথম ব্যবস্থা হিসেবে বিদ্যুত সাশ্রয়ের জন্য জ্বালানী ক্ষয়কারী ও উচ্চ নির্গমন শিল্পের বিদ্যুত সরবরাহ কমানো হয়েছে । তবে অধিবাসীর দৈনন্দিন জীবন , হাসপাতাল , বিদ্যালয় , যানবাহন ও নাগরিকদের স্বার্থ ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হয়েছে ।

    শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সি ছুয়ান প্রাদেশিক সরকার প্রতিদিন জ্বালানী ক্ষয়কারী ও উচ্চ নির্গমন শিল্প প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন বিদ্যুত সরবরাহ চার কোটি কিলোওয়াট ঘন্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে । স্থানীয় একটি রাসায়নিক কারখানার প্রধান ছেন কো মিং সাংবাদিককে বলেন , আমাদের কারখানায় বিদ্যুতের চাহিদা খুব বেশি । এখন আমাদের বিদ্যুতের কোটা মাত্র ৪০ হাজার কিলোওয়াট-ঘন্টা । নিরাপত্তা , পরিবেশ সংরক্ষণ ও শ্রমিকদের জীবন নিশ্চিত করার জন্য কারখানার বেশির ভাগ ওয়ার্কশপের উত্পাদন অর্ধেক চালু রয়েছে ।

    বর্তমানে অধিকাংশ অঞ্চলের অধিবাসীর দৈনন্দিন বিদ্যুত মোটামুটি নিশ্চিত হলেও মাঝে মাঝে বিদ্যুত সরবরাহ ব্যহাত হয় । অধিবাসীরা অসন্তুষ্ট হলেও সহনশীল মনোভাব প্রকাশ করেন । মধ্য চীনের উ হান শহরের ইয়াও ছি ইউয়ান কমিউনিটির অধিবাসী ছেন সি বলেন , বিদ্যুত সরবরাহের অপর্যাপ্ততা থেকে সৃষ্টি অসুবিধার প্রধান কারণ প্রতিকূল আবহাওয়া । এ ধরনের অসুবিধা সাময়িক , এর জন্য কিছুটা কষ্ট মেনে নিতে হবে ।

    সম্প্রতি চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির একটি জরুরী নির্দেশে সমস্যা কাটিয়ে কয়লা পরিবহন ও বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে । বিভিন্ন দেশের বিদ্যুত কম্পানিগুলো কয়লা খনি , রেলস্টেশন ও বন্দরের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে কয়লাবহনকারী রেলগাড়ী ও জাহাজের কয়লা সরাসরি খালাসের ব্যবস্থা নিয়েছে । আরো বেশি কয়লা পরিবহনের জন্য রেল বিভাগ কয়লাবাহী বগির সংখ্যা বাড়িয়েছে এবং বসন্ত উত্সবের আগে ঘরমুখী যাত্রীর সংখ্যা দ্রুত বাড়ার আগে আরো বেশি রেলগাড়ী কয়লা উত্পাদন স্থানে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে ।

    প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে বিদ্যুত সরবরাহ সরঞ্জাম যাতে ঠিকমতো কাজ করে , সেজন্য বিভিন্ন স্থানের বিদ্যুত বিভাগ ব্যবস্থা নিয়েছে । পশ্চিম চীনের কুই চৌ প্রদেশে প্রবল তুষারপাতের দরুন কিছু অঞ্চলের বিদ্যুত সরবরাহ লাইন নষ্ট হয়েছে । ফলে এগারটি জেলার বিদ্যুত সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় । জরুরী ভিত্তিতে মেরামতের পর কিছু জেলার বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়েছে । কুই চৌ বিদ্যুত সরবরাহ সরঞ্জাম মেরামত কোম্পানির কর্মকর্তা কাও চিয়ে বলেন , আমরা কোম্পানির সব কর্মীকে এই ১১টি জেলায় পাঠিয়েছি । ছিড়ে যাওয়া বিদ্যুত লাইন বদলানো ছাড়াও আমাদের কর্মীরা লাইনে জমা বরফ ভাঙ্গার কাজ করেছে । আমাদের কোম্পানির ৩০ হাজার কর্মী সবাই এ কাজে অংশ নিয়েছে ।

    চীনের কেন্দ্রীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুসারে , পরবর্তী কয়েক দিনে চীনে নতুন দফা প্রবল বৃষ্টি ও তুষারপাত শুরু হবে । কোনো কোনো স্থানে প্রবল তুষারপাত হবে । কিছু দিন পর চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব হবে । যাত্রী পরিবহণ নিশ্চিত করার সঙ্গে সঙ্গে কয়লা পরিবহনকে প্রাধান্য দেয়ার ব্যবস্থা নেয়া হবে ।