২৫ জানুয়ারি শ্রীলংকার সামরিক বাহিনী জানিয়েছে, আগের দিন সন্ধ্যায় শ্রীলংকার পুলিশ মধ্য উত্তরাঞ্চলে ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে। সামরিক বাহিনী সন্দেহ প্রকাশ করেছে যে, এলটিটিই এ সব বেসামরিক লোককে অপহরণ এবং হত্যা করেছে।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, এ সব মৃতদেহ মধ্য উত্তরাঞ্চলীয় প্রদেশের আনুরাধাপুরা এলাকার একটি গ্রামের গণ কবর দেয়া হয়। নিহতদের শরীরে দু'হাত বেঁধে গুলি করে বা বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারার চিহ্ন রয়েছে।
১৬ জানুয়ারি শ্রীলংকা সরকার আনুষ্ঠানিকভাবে এলটিটিই'র সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তি বাতিল করার পর, কমপক্ষে ৪৪জন বেসামরিক লোক এলটিটিই'র হামলায় নিহত হয়েছে।
(খোং চিয়া চিয়া)
|