কেনিয়ার আরেকটি সুন্দর নাম আছে । তা হচ্ছে " পশু-পাখীর সুখী বাজার"। দেশটিতে মোট ৫৯টি রাষ্ট্রীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল রয়েছে। একই সঙ্গে কেনিয়া হচ্ছে সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর মধ্যে অর্থনীতির ভিত্তির দিক দিয়ে একটি ভাল দেশ। শিল্প ও কৃষি খাত পৃথক পৃথকভাবে জি ডি পি'র ২০ ও ২৫ শতাংশ ।
১৯৬৩ সালে কেনিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। একই সঙ্গে দু'পক্ষ অর্থ-বাণিজ্য, সংস্কৃতি এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করেছে। ২০০৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ০.৪৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০০৪ সালের তুলনায় ২৯.৭ শতাংশ বেশি। ২০০৫ সালের ডিসেম্বর মাসে নাইরোবিতে চীন আফ্রিকার প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করে। --ওয়াং হাইমান 1 2
|