২৩ জানুয়ারী ইরাকের উত্তরাঞ্চলের মোসুল শহরের একটি বহুতল ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে । এতে অন্য দু'শতাধিক অধিবাসী আহত হয়েছে। ২৪ জানুয়ারী মোসুল পুলিশ ব্যুরোর একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন ।
২৩ জানুয়ারী মোসুল শহরের একটি খালি বহুতল ভবনে বোমার বিস্ফোরণটি ঘটে। এতে আশপাশের বেশ কিছু বসতবাড়ি ধসে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ শুরু করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণটি ঘটে।
এছাড়া, ২৪ জানুয়ারী নিনেভেহ প্রদেশের পুলিশ ব্যুরোর মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শনে গেলে আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিহত হন। এতে তাঁর একজন দেহরক্ষী নিহত এবং পাঁচ জন পুলিশ আহত হয়েছে ।--ওয়াং হাইমান
|