v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-25 13:13:25    
এ বছর চীন ২ লাখ ৭০ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার করবে

cri
    গ্রামাঞ্চলের গণ পরিবহণ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ বছর চীন গ্রামাঞ্চলের ২ লাখ ৭০ হাজার কিলোমিটার সড়ক নতুনভাবে নির্মাণ এবং সংস্কার করবে।

    চীনের পরিবহণ মন্ত্রী লি শেংলিন সম্প্রতি বলেন, চলতি বছর পরিবহণ মন্ত্রণালয় সীমান্ত অঞ্চল, সংখ্যালঘু জাতি এলাকা এবং দরিদ্র অঞ্চলের গ্রামের সড়ক নির্মাণ কাজে সমর্থনের মাত্রা বাড়াবে।

    *তথ্য ও প্রকাশনা সংস্থার মহা-পরিচালক লিউ বিনচিয়ে সম্প্রতি বলেন, ২০০৭ সালের শেষ নাগাদ চীনে মোট বিশ হাজার "গ্রামীণ বই ঘর" গড়ে তোলা হয়েছে। ২০০৮ সালের শেষ নাগাদ এই সংখ্যা ৫০ হাজার হবে।

    তিনি বলেন, "গ্রামীণ বই ঘর" প্রকল্প সরকারের নতুন গ্রামের সাংস্কৃতিক নির্মাণের একটি মৌলিক প্রকল্প।"গ্রামীণ বই ঘর"-এর মাধ্যমে বই কেনা, ধার নেয়া এবং পড়ার ক্ষেত্রে কৃষকদের পাঠ সমস্যার নিরসন হবে। এটি কৃষকদের মৌলিক সাংস্কৃতিক স্বার্থ সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।

    *২০০৭ সালে কুয়াংতুং প্রদেশের কৃষকদের মাথাপিছু নিট আয় ৫৪৫০ রেনমিনপি হবে বলে অনুমাণ করা হচ্ছে। কুয়াংতুং প্রদেশের স্থায়ী ডেপুটি-গভর্ণর হুয়াং লোংইউ সম্প্রতি সারা প্রদেশের কৃষি বিষয়ক কর্ম সম্মেলনে এ কথা জানিয়েছেন।

    সাম্প্রতিক বছরগুলোতে কুয়াংতুং প্রদেশ কৃষি, কৃষক ও গ্রামীণ অর্থনীতিতে সরকারের বরাদ্দ অব্যাহতভাবে বাড়িয়ে আসছে। ফলে গ্রামাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিপুলভাবে ত্বরান্বিত হয়েছে। ২০০৭ সালে কুয়াংতুং প্রদেশের প্রাদেশিক পর্যায়ের বরাদ্দ ১৯.৮৭ বিলিয়ন রেনমিনপি ছিল। ২০০৬ সালের চেয়ে তা ৩৬.১ শতাংশেরও বেশি। সাম্প্রতিক পাঁচ বছরের মধ্যে কৃষি, কৃষক ও গ্রামের ওপর কুয়াংতুং প্রাদেশিক পর্যায়ের অর্থ বরাদ্দের গড় প্রবৃদ্ধির হার ২৬.৪ শতাংশ।

    তিনি আরো বলেন, ভবিষ্যতে কুয়াংতুং প্রদেশ অব্যাহতভাবে আধুনিক কৃষির উন্নয়ন দ্রুততর করবে, কৃষি থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অনুসন্ধান করবে এবং কৃষকদের আয় বাড়ার প্রবণতাবজায় রাখবে। (লিলি)