প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আপনারা আগের মতো আজও সুন্দর সুন্দর বাংলা গান শুনতে পারবেন। আশা করি, গান শোনার মধ্য দিয়ে আপনারা জীবন ও কর্মের কষ্টগুলো ভুলে যাবেন এবং নতুন মন নিয়ে আগামীকালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন।
বাংলাদেশের ময়মনসিংহ জেলার স্মৃতি লিসনার্স ক্লাবের নেয়ামুল হক মন্ডল এবং সীমান্ত বন্ধু কুদ্রত উল্লাহ মন্ডল আমাদের অনুষ্ঠানে রুনা লায়লার কন্ঠে "শিল্পী আমি তোমাদেরি গান শোনাবো"গানটি শুনতে চেয়েছেন। আমার মনে হয় আগের অনুষ্ঠানে আমি গানটি শুনিয়েছিলাম। মনে নেই? দেখা গেছে, এই গানটির অনুরাগীর সংখ্যা প্রচুর। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমি রুনা লায়লার কন্ঠের গানটি আবারও আপনাদের শোনাচ্ছি। আশা করি, সবাই পছন্দ করবেন।
বাংলাদেশের রাজশাহী জেলার মোমিন আহমেদ আমাদের অনুষ্ঠানে মান্নাদের "কতদিন দেখিনি তোমায়"এ গানটি শুনতে আগ্রহী। আচ্ছা, আমার মনে হয়, এই গানটি আমি আগের অনুষ্ঠানে শুনিয়েছিলাম। এখন আপনার অনুরোধ পূরণের জন্য আবারও শোনাচ্ছি। সবাই মিলে গানটি শুনুন তাহলে।
বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম.আব্দুর রাজ্জাক আমাদের অনুষ্ঠানে শিল্পী এল.আর.বি আইয়ুব বাচ্চুর কন্ঠে "কষ্ট কম"গানটি শুনতে চেয়েছেন। হ্যাঁ, বন্ধু, আপনার অনুরোধ রাখছি। বন্ধুদের নিয়ে শুনুন আপনার পছন্দের গানটি।
বাংলাদেশের বগুড়া জেলার ভাটরা গ্রামের পাওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের এম.এ.বারিক আমাদের অনুষ্ঠানে আঁখি আলমগীরের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এটা তো খুব কঠিন নয়। আসুন, এখন আমার সঙ্গে আঁখি আলমগীরের কন্ঠের "সুন্দর মুখ" গানটি শুনুন।
আচ্ছা, শ্রোতাবন্ধুরা, কেমন লাগলো? অবশ্যই চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কোন গান শুনতে চান জানিয়ে আমাকে চিঠি লিখতে ভুলবেন না কিন্তু। আমি আপনাদের চিঠির অপেক্ষায় থাকলাম। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো আগামী সপ্তায় আরো কিছু নতুন গানের ঝুলি নিয়ে। (লিলি)
|