বার্ড ফ্লু মোকাবেলায় ফাও-এর আহ্বান
cri
জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও ২৪ জানুয়ারী পুনরায় জানিয়েছে, এইচ ৫ এন ১ ধরনের বার্ড ফ্লু এখন ভয়ংকর রুপ ধারন করছে। সুতরাং বিভিন্ন দেশের কড়াকড়ি তদারকির ব্যবস্থা ও যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। এই সংস্থার একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৭ সাল ডিসেম্বর মাসের পর পরই এশিয়া , আফ্রিকা ও ইউরোপের ১৫টি দেশে আরেকবার বার্ড ফ্লু দেখা দিয়েছে। তাই বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ঠেকানোর জন্য বিভিন্ন দেশের সম্মিলিত চেষ্টা চালানো উচিত।
|
|