v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-24 19:51:43    
২০০৭ সাল ছিল উত্তর কোরিয়া-মার্কিন সম্পর্কের ইতিবাচক বছর

cri
২০০৭ সালে উত্তর কোরিয়া-মার্কিন সম্পর্কোন্নয়নের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। দু'পক্ষের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়।

২০০৭ সালের ১৬ জানুয়ারি, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধিদলের প্রধান ক্রিস্টোফার হিল এবং উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, উত্তর কোরীয় প্রতিনিধিদলের প্রধান কিম কিয়ে-গুয়ান জার্মানীর বার্লিনে বৈঠক করে ছ'পক্ষীয় বৈঠক পূণরায় শুরু করার ব্যাপারে আলোচনা করেছেন।

৩০ জানুয়ারি, পেইচিং-এ উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সমস্যা নিয়েও আলোচনা করে।

১৩ ফেব্রুয়ারি, পেইচিং-এ অনুষ্ঠিত কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিয়ে পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশনে 'যৌথ বিবৃতি কার্যকর সংক্রান্ত প্রাথমিক পর্যায়ের কর্মসূচী' গৃহীত হয়। যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়া-মার্কিন সম্পর্ক স্বাভাবিকায়ন কর্মগ্রুপসহ ৫টি কর্মগ্রুপ প্রতিষ্ঠা নিশ্চিত হয়।

৫ ও ৬ মার্চ, উত্তর কোরিয়া-মার্কিন সম্পর্ক স্বাভাবিকায়ন কর্মগ্রুপ সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। কিম কিয়ে-গুয়ান এবং হিল ছ'পক্ষীয় বৈঠকের যৌথ বিবৃতি কার্যকর করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেন এবং প্রথম বারের মত দু'দেশের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে মতবিনিময় করেন।

৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত, যুক্তরাষ্ট্রের মেক্সিকো অঙ্গরাজ্যের নতুন গভর্ণর বিল রিচার্ডসনের নেতৃত্বাধীন উচ্চপদস্থ প্রতিনিধিদল উত্তর কোরিয়া সফর করে। দু'পক্ষ কোরীয় উপদ্বীপের পরমাণু এবং উত্তর কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের দেহাবশেষসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে।

২১ জুন কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিয়ে ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধিদলের প্রধান হিসেবে ক্রিস্টোফার হিল প্রথম বারের মত উত্তর কোরিয়া সফর করেন।

১ ও ২ সেপ্টেম্বর, উত্তর কোরিয়া-মার্কিন সম্পর্ক স্বাভাবিকায়ন কর্মগ্রুপের দ্বিতীয় দফা বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হয়। দু'পক্ষ কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণের ভবিষ্যত কর্মসূচী—উত্তর কোরিয়ার পক্ষ থেকে সার্বিক ও বিশদ পরমাণূ কর্মসূচী প্রকাশ এবং পরমাণু স্থাপনার নিস্ক্রিয়করণের ব্যাপারে প্রাথমিকভাবে মতৈক্য হয়। এছাড়া, দু'পক্ষ মার্কিন-উত্তর কোরিয় সম্পর্ক নিয়ে মতবিনিময় করে।

৭ সেপ্টেম্বর, সিডনিতে এপেক নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র কর্মসূচী ত্যাগ করলে, যুক্তরাষ্ট্র তার সঙ্গে আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরের কথা বিবেচনা করবে।

৩ অক্টোবর, ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন পেইচিং-এ শেষ হয়েছে। সম্মেলনে 'যৌথ বিবৃতি কার্যকর সংক্রান্ত দ্বিতীয় পর্যায়ের তত্পরতা' গৃহীত হয়েছে।

৩ ডিসেম্বর হিল উত্তর কোরিয়ায় তিনদিনব্যাপী সফর করেন। সফরকালে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন-উত্তর কোরিয়া সম্পর্ক স্বাভাবিকায়নের পূর্ব শর্ত হচ্ছে উত্তর কোরিয়ায় পূর্ণ পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন।