v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-24 19:37:35    
প্রাচীন রোং সিয়াং নগর--১

cri

 

    চীনের ইয়াংসি নদী বদ্বীপ অঞ্চলের উ সি একটি ঐতিহাসিক প্রাচীন শহর। এই শহরের দ্রুত আধুনিকায়ন হলেও উ সি কিছু সংখ্যক প্রাচীন জেলাকে সংরক্ষণ করে রেখেছে। এর মধ্যে প্রাচীন রোং সিয়াং নগরীর ইতিহাস প্রায় ৬শ' বছরের। আজকের 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানে আমরা আপনাদের সেখানে নিয়ে যাবো।

    প্রাচীন রোং সিয়াং নগর উ সি শহরের পশ্চিমে বিন হু অঞ্চলে অবস্থিত। এটা হচ্ছে আধুনিক সময়ে চীনের জাতীয় পর্যায়ের অনেক শিল্পপতি ও ব্যবসায়ীর জন্মস্থল। দীর্ঘ দিন আগে শহরটি সাং রোং, চুং রোং ও সিয়া রোং এই তিনটি প্রাকৃতিক গ্রামকে নিয়ে গঠিত হয়। সাবেক চিয়াং নান বিশ্ববিদ্যালয়ের রোং বংশ গবেষণা কেন্দ্রের পরিচালক ছেং ওয়েন ইউয়ান ব্যাখ্যা করে বলেছেন—

    রোং বংশ হু পেই থেকে নান চিং শহরের চিন লিং-এ এসেছিল। মিং রাজবংশের প্রথম দিক অথবা ১৫ শতাব্দীর প্রথম দিকে চিন লিং থেকে ঐ রাজবংশের রোং ছিং নামে একজন ব্যক্তি আমাদের এই উ সি-তে এসেছিলেন। তখন রোং ছিং-এর বয়স ছিল ৮০ বছরেরও বেশি। তিনি তার তিনটি ছেলেকে সঙ্গে করে নিয়ে আসেন। তিন ছেলের বসবাসের জন্যই সাং রোং, চুং রোং ও সিয়া রোংকে গড়ে তোলা হয়েছিল। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রোং সিয়াং এলাকা খুব সমৃদ্ধ ছিল। বিংশ শতাব্দীতে প্রজাতন্ত্রের প্রথম দিকে, আনুষ্ঠানিকভাবে রোং সিয়াং নগরী গঠিত হয়।

    রোং সিয়াং-এ ৩শ' ৮০ মিটার দীর্ঘ আধুনিক স্টাইলের পুরোনো সড়ক এবং ১৫৭টি স্থানীয় বৈশিষ্ট্যপূর্ণ প্রাচীন স্থাপত্য সংরক্ষণ করে রাখা হয়েছে। এ সব স্থাপত্যের বৈশিষ্ট্য নানা ধরনের। তবে এর অভিন্নতা হচ্ছে অধিকাংশ স্থাপত্যই রোং বংশের। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের একটি বংশের উত্তরসূরীদের জোটবদ্ধ বসবাসের বিস্ময়কর দৃশ্য দক্ষিণ চীনে এমনকি অন্যান্য জায়গায়ও তেমন একটা দেখা যায় না।

    লিয়াং সি সড়ক থেকে রোং সিয়াং-এর পুরোনো সড়কে ঢুকে দূর থেকে দেখলে মনে হবে গুচ্ছ আবাসিক ভবনগুলোকে ঘিরে রয়েছে গলি। গলিতে ঢুকলে আপনার অনুভূতি হবে গত শতাব্দীতে ফিরে যাওয়ার। সরু পথ, ভাঙাচোরা ও পুরোনো প্রবেশদ্বার, কাঠের কাঠামো আর...রোং সিয়াং পুরোনো সড়কের অনাড়ম্বর প্রাচীন শৈলী আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। একশ' বছর পুরনো রোং সিয়াং সড়কের স্থাপত্যে বড় কোনো পরিবর্তন হয় নি। সড়কের দু'পাশের বাড়ি দাঁড়িয়ে আছে আগের আকৃতি নিয়ে, তবে আগের সেই জৌলূস এখন নেই। রোং সিয়াং-এর স্থানীয় লোক, অবসরপ্রাপ্ত শিক্ষক রোং ইয়াও সিয়াং বলেছেন, সবচেয়ে প্রাচুর্য্যের সময়ে এই রোং সিয়াং সড়কে শতাধিক দোকান ছিল এবং ডজন মাইল জুড়ে ব্যবসা কেন্দ্র ছিল। তিনি বলেন—

    এখানে সব ধরনের দোকান এমনকি সেলুনও ছিল। রোং সিয়াং গলি খুব লম্বা নয়, তারপরও ৩/৪টা সেলুন ছিল। এখানে সকালে নাস্তা খাওয়ার দোকান, চা ঘর সবই ছিল। তাছাড়া হার্ডওয়্যার বিনকার্ড এমনকি ওষুধের দোকানও ছিল।

    রোং সিয়াং-এর পুরোনো স্থাপত্য রীতি বিচিত্র। এর মধ্যে প্রধান রীতি তিনটি। প্রথমটি হচ্ছে ঐতিহ্যবাহী চীনা ইট ও কাঠের কাঠামো। দ্বিতীয়টি চীনা-পশ্চিমা রীতির মিশ্রণ এবং তৃতীয়টি পুরোপুরি পশ্চিমা স্টাইল। তিন রকমের স্থাপত্যে প্রজাতন্ত্রের প্রথম দিকে, চীনের জাতীয় শিল্প ও ব্যবসায়ীদের নান্দনিক বোধের প্রতিফলন ঘটেছে।