ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির সহকারী হেইওয়া ওথমান ২৪ জানুয়ারী স্বীকার করেছেন, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তালাবানের সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু সফরের তারিখ এখন নির্ধারিত হয়নি।
ওথমান ২৩ জানুয়ারী তথ্য মাধ্যমকে বলেন, ইরাক ইতোমধ্যেই ইরানের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। এবারের সফর সফল হলে এটি হবে ইরাক এবং ইরানের সম্পর্কে একটি ঐতিহাসিক ঘটনা। ইরানের কোনো পক্ষ এখন এ সংক্রান্ত খবর নিশ্চিত করেনি।
ইরাকের শিয়া-মুসলমান সম্প্রদায়ে ইরানের প্রভাব প্রবল। সীমান্ত সমস্যার কারণে দু'দেশের মধ্যে গত শতাব্দীর ৮০'দশকে ৮ বছরব্যাপী যুদ্ধ হয়েছিল। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেইন প্রশাসন পতনের পর দু'দেশের সম্পর্ক কিছুটা প্রশমিত হয়েছে। (লিলি)
|