জাতিসংঘের উপ-মহাসচিব শা চুখাং এবং জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ বিষয়ক কনভেনশনের কার্য-নির্বাহী সচিব লুক নিয়াকাদজা ২৪ জানুয়ারী পেইচিংয়ে বলেন, মরুকরণ প্রতিরোধ ক্ষেত্রে চীন বিশ্বের বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ ও কার্যকর অভিজ্ঞতা যুগিয়েছে।
মরুকরণ প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে আমাদের বেতারের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে উল্লেখিত কথা বলেন। শা চুখাং বলেন, মরুকরণ প্রতিরোধের ক্ষেত্রে চীন বেশি কাজ করেছে। তিনি আরো বলেন, জাতিসংঘ অব্যাতহভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে উন্নত দেশগুলো এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থার কাছে অনুন্নত দেশগুলোকে সাহায্য দেয়ার বিষয়টি ত্বরান্বিত করবে।
লুক বলেন, চীন মরুকরণের নেতিবাচক প্রভাব পড়া একটি দেশ। বিজ্ঞান ও প্রযুক্তি, গণ শিক্ষা এবং নীতিমালা প্রণয়ন ক্ষেত্রে চীনের সাফল্যজনক অভিজ্ঞতা রয়েছে। (লিলি)
|