চীনের পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক সিয়ে ফুচান ২৪ জানুয়ারী পেইচিংয়ে বলেন, ২০০৭ সালে চীনের জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা ও দ্রুত প্রবৃদ্ধি হার বজায় ছিল এবং বর্তমানে সুষ্ঠু ধারা অব্যাহত রয়েছে।
জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত উপাত্ত থেকে দেখা গেছে, ২০০৭ সালে চীনের অভ্যন্তরীণ জি ডি পি ২৪ ট্রিলিয়ন রেনমিনপি ছাড়িয়ে গেছে। ২০০৬ সালের সময়ের তুলনায় তা ১১.৪ শতাংশ বেশি। বৃদ্ধিহার একটানা পাঁচ বছর ১০ শতাংশের ওপরে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে চীন স্থিতিশীল আর্থিক নীতি এবং ভোক্তা মূল্য সূক বা সি পিআই কমোনোর নীতি কার্যকর করবে, অর্থনীতির উন্নয়নের পদ্ধতি পরিবর্তনের কাজ দ্রুততর করবে এবং অবকাঠামোর পুনর্বিন্যাস ত্বরান্বিত করবে। এতে জাতীয় অর্থনীতির আরো সুষ্ঠু ও দ্রুত উন্নয়ন বাস্তবায়িত হবে।
এদিন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিনপেই বলেন, ২০০৭ সালে চীনের বৈদেশিক পুঁজি বিনিয়োগ পরিস্থিতি স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। অনার্থিক খাতে ক্ষেত্রে সরাসরি বৈদেশিক পুঁজি বিনিয়োগ ১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল। ২০০৬ সালের চেয়ে যা ৬ শতাংশেরও বেশি। (লিলি)
|