v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-24 15:42:56    
রুশ কূটনীতির সাফল্য তুলে ধরলেন লাভরভ

cri
    শ্রোতাবন্ধুরা, ২৩ জানুয়ারী রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ মস্কোয় ২০০৭ সালে রাশিয়ার কূটনৈতিক সাফল্য নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন। এখন শুনুন এ সম্পর্কে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার একটি রেকর্ডিংভিত্তিক রিপোর্ট ।

    এদিন দুপুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে রুশ সংবাদদাতা এবং মস্কোয় বিদেশী গণমাধ্যমের স্থায়ী সংবাদদাতারা অংশ নেন। ২০০৭ সালে ইরানের পরমাণু সমস্যা, কসোভো সমস্যা, পূর্ব ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা , মধ্য-প্রাচ্যসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় একপক্ষিক মার্কিন কূটনীতির বিরোধিতা এবং বহুমেরুকরণ কূটনৈতিক নীতিতে অবিচল থাকার কারণে রুশ কূটনীতি নতুন আস্থা অর্জন করেছে। লাভরভ বলেন:" গত আট বছরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃতে দেশ অনেক এগিয়ে গেছে। অর্থনীতির আধুনিকায়নের পাশাপাশি ব্যাপক সামাজিক সমস্যার সমাধান করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতায় ব্যাপক অংশগ্রহণের ফলে দেশের নিরাপত্তাও কার্যকরভাবে সুনিশ্চিত হয়েছে। অর্থাত্ আমি বলতে চাইছি যে, একসঙ্গে এতো বেশি সমস্যা রাশিয়া এই প্রথমবারের মতো সফলভাবে সমাধান করতে সক্ষম হয়েছে।

    ইরানের পরমাণু সমস্যা প্রসঙ্গে লাভরভ বলেন, এ নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মোট ৭টি সমস্যা চিহ্ণত করেছিল। এর মধ্যে ৩টি সমস্যার সমাধান করা হয়েছে। অন্যান্য সমস্যাগুলো তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা উচিত । ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন খসড়া প্রস্তাবটি ছয় দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মতৈক্যের ফসল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রক্রিয়া বিবেচনায় রেখে নতুন খসড়া প্রস্তাবে ইরানের ওপর কোন কঠোর শাস্তি অন্তর্ভূক্ত করা হয়নি।

    ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে লাভরভ বলেন, এটি স্নায়ু যুদ্ধের ফলাফল, যা কোন বাস্তব নিরাপত্তা সমস্যা সমাধানের জন্য সহায়ক হবে না। রাশিয়া মনে করে, পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণ সারা ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে না। লাভরভ বলেন, পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণে  রাশিয়ার আশংকা নেই। তবে এ প্রক্রিয়ার ওপর রাশিয়া সজাগ দৃষ্টি রাখছে।

    লাভরভ বলেন, রাশিয়ার কূটনৈতিক নীতির ভিত্তি হচ্ছে বিশ্বের বহুমেরুকরণ । এটি রাশিয়ার মৌলিক স্বার্থ ও চলমান বিশ্বের উন্নয়নের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ । সমতা এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে রাশিয়া বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যায় রাশিয়া যৌথ আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষপাতী। লাভরভ বলেন:" আমরা মনে করি, বর্তমান বিশ্বের উন্নয়নের মৌলিক প্রবণতা হচ্ছে বাস্তব অবস্থা ভিত্তিতে বহুমেরুকরণ। আন্তর্জাতিক সমস্যা সমাধানে বহুপাক্ষিক কূটনীতি বাস্তবে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৌশলগত আন্তর্জাতিক স্থিতিশীলতা সমস্যা শুধু রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমস্যা নয়। ইউরোপীয় দেশগুলোর যৌথ অংশগ্রহণের একটি কৌশলগত আন্তর্জাতিক স্থিতিশীলতা কাঠামো গড়ে তোলা জরুরি। "

    ২০০৮ সালে রাশিয়ার কূটনৈতিক দায়িত্ব সম্পর্কে লাভরভ বলেন:" চলতি বছরের ব্যাপক কূটনৈতিক দায়িত্বগুলোর মধ্যে রয়েছে প্রাথমিকভাবে সর্বইউরোপীয় নিরাপত্তার কাঠামো নির্মাণ করা এবং আধুনিক ও মুক্ত যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা ।"--ওয়াং হাইমান