v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-23 21:24:31    
শাওশানের 'লাল পর্যটন'

cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, শাওশান হল মধ্য চীনের হুনান প্রদেশের একটি জেলা। চেয়ারম্যান মাও সেতুংয়ের জন্মস্থান হিসেবেও শাওশান বিখ্যাত্। কিন্তু যাতায়াতের অমুবিধা ও কম জনসংখ্যার কারণে স্থানীয় অর্থনীতির উন্নয়নের গতি অনেক ধীর। সাম্প্রতিক কয়েক বছরে শাওশান জেলা স্থানীয় বৈশিষ্ট্যকে কাজে নাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রগুলো খুঁজে বের করেছে এবং পর্যটন উন্নয়নের মাধ্যমে অর্থনীতির দ্রুত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্ক কিছু কথা বলবো।

(রে ১, সংগীত)

শ্রোতাবন্ধুরা, আপনারা শুলেন মহান নেতা মাও সেতুংয়ের প্রশংসাগুলো চীনের পরিচিত একটি গান। শাওশান হল মাও সেতুংয়ের জন্মস্থান। চীনে শাওশান নেতার জন্মস্থান বলে পরিচিত। চীনের বহু নাগরিক শাওশানে বেড়াতে যেতে চান। বিপ্লবের স্মৃতি স্থান, স্মৃতি চিহ্ন ও বিপ্লবী চেতনা সম্পর্কে জানার জন্য যে পর্যটন তাকে চীনে 'লাল পর্যটন' বলে।

কয়েক বছরের আগে শাওশান জেলার সরকার উপলদ্ধি করতে পেরেছে যে, 'লাল পর্যটন' হল শাওশানের একটি সম্পদ। ইতিবাচক উদ্যোগ ও গবেষণার মাধ্যমে শাওশান জেলার সরকার সার্বিকভাবে এ সুবিধাকে কাজে লাগিয়ে শাওশানের বৈশিষ্ট্য মন্নিত পর্যটন গড়ে তুলে চীনের শীর্ষ স্থানীয় লাল পর্যটনে রূপ দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

মাও সেতং স্মৃতি ভবন হল শাওশান লাল পর্যটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। স্মৃতি ভবনের ভেতরটা ঝকঝকে পরিশ্কার ও সুপরিসর। এখানে ইলেকন্ট্রনিক পদ্ধতিতে তথ্য পরিবেশনেরও ব্যবস্থা রয়েছে। স্মৃতি দর্শনার্থীদেরকে বিস্তারিত জানানোর জন্য গাইডও রয়েছে। গাইডরা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত।

(রে ২)

'শাওশান গেলে প্রধানত মাও সেতুংয়ের একটিগ্রামীন শিশু থেকে মার্কসবাদীতে পরিণত হওয়ার পুরো ইতিহাসটি উপলদ্ধি করা যায়।'

সাম্প্রতিক কয়েক বছরে শাওশান জেলার সরকার বিজ্ঞানসম্মত উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী পর্যটন অর্থনীতির উন্নয়ন করছে এবং অবকাঠামো নির্মাণ, পরিবেশ সুরক্ষা, সংশ্লিষ্ট কর্মচারীদের প্রশিক্ষণ ও পণ্য উত্পাদনের চেষ্টা করছে।

শাওশান জেলার একজন কর্মকর্তা মাও ইউ বলেছেন, গত পাঁচ বছর ধরে শাওশানের অর্থনীতি সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। শাওশানের অবকাঠামো ও সেবার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন,

(রে ৩)

'আগে শাওশানে কোনো তিন তারকা হোটেলও ছিল না। কিন্তু এখন কয়েকটি এ ধরণের হোটেল নির্মিত হয়েছে। আমাদের সেবার অবকাঠামো ও অর্ভ্যথনার মান অনেক উন্নত হয়েছে।'

জানা গেছে, তিন বছর আগে চীন সরকার শাওশানসহ বিপ্লবের কয়েকটি স্মৃতি স্থানের অবকাঠামো নির্মাণে সহায়তা দেয়ার জন্য ৩০কোটি ইউয়ান বিনিয়োগ করেছে। এ সুযোগ কানে লাগিয়ে শাওশান জেলা মাও সেতং ব্রোঞ্জ মূর্তি মহা চত্বর, জন্মস্থান ও স্মৃতি ভবন সংস্কার এবং অনেক নতুন সুদৃশ্য স্থান গড়ে তুলেছে। পাশাপাশি শাওশানের অবকাঠামো পূর্ণাঙ্গ করা হয়েছে।

বর্তমানে শাওশান জেলা দু'টি সড়ক ও ৪টি পার্কিং এলাকা নির্মাণ করছে। শাওশান জেলা সরকার আশা করে পর্যটকদেরকে আরো বেশি সেবা ও সুবিধা দেয়ার জন্য আরো এক ধাপ অবকাঠানো পুর্ণাঙ্গ করার কাজ করা হবে।

নানচিং শহরের পর্যটক চাং ২০০২ ও ২০০৩ সাল দু'বার শাওশানে গেছেন। এ বছর তিনি গাড়ীতে তিন বার শাওশান আসেন। তিনি বলেছেন, প্রতিবার শাওশান এসে তিনি নতুন নতুন পরিবর্তন দেখতে পান। তিনি বলেছেন,

(রে ৪)

'আগে মাও সেতং ব্রোঞ্জ মূর্তি মহা চত্বরের কাছে একটি বাজার ছিল। সেজন্য জায়গাটি একটু জটিল ছিল। এছাড়া, আগে এত বেশি রেস্টুরেন্ট ছিল না।'

শাওশান পর্যটনের উন্নয়ন হল টেকসই উন্নয়ন। শাওশান লাল পর্যটন উন্নয়নের পাশাপাশি পরিবেশের সুরক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে, সেজন্য শাওশান প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা জোরদার করা হবে। এর ভিত্তিতে শাওশান জেলা সবুজ প্রাকৃতিক পর্যটন এলাকায় রূপ নিচ্ছে। এছাড়াও, শাওশান জেলা সরকার কৃষকদেরকে বৈশিষ্ট্যপূর্ণ পর্যটন ও সেবা উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।

মিংওয়াং হোটেল হল শাওশান জেলার একটি তিন তারকা হোটেল। হোটেলটির প্রধান নির্বাহী স্যু শিফেং সাংবাদিকদেরকে বলেছেন, তাঁর হোটেলে মোট ১৬টি কক্ষ আছে এবং ৪০জন অতিথি একই সময়ে থাকতে পারেন। যদিও হোটেলের আকার বড় না, তুবও অনেক জনপ্রিয়। তিনি বলেছেন,

(রে ৫)

'আমরা নিজেদের চাষ করা সবজি রান্না করে অতিথিদেরকে আপ্যায়ন করি। আমাদের হোটেলের তথ্য ওয়েবসাইটে পাওয়া যায়। আগে আমাদের প্রতি বছর আয় ছিল প্রায় ৭০ ও ৮০ হাজার ইউয়ান। কিন্তু এখন আমাদের প্রতি বছরের আয় প্রায় ২লাখ ইউয়ান।'

মাও ইউ বলেছেন, ২০০৩ সালের পর শাওশানে বেড়াতে আসা মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে। গত বছরে শাওশানে পর্যটক ছিল ৩১লাখ। শাওশানে মাথাপিছু আয় বছরে ২০০৩ সালের ৫হাজার থেকে বেয়ে এখন ৮হাজার ইউয়ানে দাঁড়িয়েছে।

মাও ইউ সাংবাদিকদেরকে বলেছেন, বর্তমান সাফল্য সম্পর্কে শাওশানের জনগণ এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। তারা আরো উন্নতি চায়। শাওশান নিজস্ব পর্যটন ট্রেও মার্ক নিবন্ধন করেছে। শাওশান অন্যান্য বিপ্লবী নেতাদের জন্মস্থানের সঙ্গে যৌথভাবে চীনের লাল পর্যটনের বিশিষ্ট ও বৈশিষ্ট্যপূর্ণ পর্যটন ট্রেড মার্ক প্রতিষ্ঠা করবে।