শেয়ার বাজের কারসাজি এবং অবৈধ উপয়ে জমি বিক্রির অভিযোগে ২৩ জানুয়ারী থাইল্যাণ্ডের সুপ্রীম কোটে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ও তার স্ত্রীর বিচার শুরু হয়েছে।
২৩ জানুয়ারী সকালে সুপ্রীম কোটের ৯জন বিচারপতির একটি বেঞ্চ মামলার কার্য বিবরনী পর্যালোচনা করেছে এবং এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যাখ্যা দিয়েছে। আদালতে প্রথমবারের মতো উপস্থিত আসামী পোছামান সিনাওয়াত্রা বলেছেন, তার স্বামী ও তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। তারা আইন পরিপন্থী কোনো কাজ করেননি। তিনি আদালতে বাদিপক্ষের সাক্ষীর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে পরর্বতী শনানির তারিখ ৯০ দিন পর নির্ধারনের অনুরোধ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহের জন্য সময় লাগবে । তিনি পাশাপাশি উল্লেখ করেন, থাকসিন সিনাওয়াত্রা নিজেই আগামী মে মাসে স্বদেশে ফিরে কাঠগড়ায় দাঁড়াবেন।
|